Translation(2015-03-02)

০১. নিজের পায়ে কুড়াল মারা ।
= To dig one’s own grave.
০২. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।
= Morning shows the day.
০৩. উলুবনে মুক্তো ছড়ানো ।
= Pearls before swine.
০৪. উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
= Ill got, ill spent.
০৫. একবার না পারিলে দেখ শতবার ।
= If at first try you don’t succeed, try, try again!
০৬. কত হাতি গেল তল, মশা বলে কত জল ।
= Fools rush in where angels fear to tread.
০৭. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।
= Being unnecessarily flashy is pointless.
০৮. কাঁটা দিয়ে কাঁটা তোলা ।
= Using a thorn to remove a thorn.
০৯. কাটা ঘায়ে নুনের ছিটে ।
= To add insult to injury.
১০. কানা গরুর ভিন্ন পথ ।
= The fool strays from the safe path.
১১. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।
= One’s harvest month, is another’s complete devastation.