Translation (2015-05-05)

০১. আমি এখনো দুপুরের খাবার খাইনি।
= I haven’t had lunch yet.
০২. আমার কাপড় ধুতে হবে।
= I have to wash my clothes.
০৩. আমি সেখানে ছিলামনা।
= I haven’t been there.
০৪. আমার খাওয়া শেষ হয়নি।
= I haven’t finished eating.
০৫. আমি আশা করছি তোমার এবং তোমার স্ত্রীর ভালো ভ্রমণ হবে।
= I hope you and your wife have a nice trip.
০৬. আমি তা জানি।
= I know that.
০৭. আমি ইটালিয়ান খাবার পছন্দ করি।
= I like Italian food.
০৮. আমি টিভি দেখতে পছন্দ করি।
= I like to watch TV.
০৯. তুমি যদি আর বেশি কথা বল তবে আমি তোমাকে থাপ্পড় মারব।
= If you speak any more, I’ll slap you.
১০. আমি যদি সুযোগ পাই তবে মুক্তাকে ফোন করব।
= If I have a chance, I’ll call Mukta.
১১. শিরিন যদি সুখী হয়, তাহলে আমি সুখী হব।
= If Shireen is happy, I’ll be happy.
১২. আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব।
= If I go there, I’ll meet you.
১৩. যদি বৃষ্টি হয় তাহলে আমরা সেখানে যাব না।
= If it rains, we will not go there.
১৪. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।
= One’s harvest month, is another’s complete devastation.