শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর

শেরেবাংলা কৃষিতে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিট থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষাঅনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকানির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনেফরম পূরণ করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেলব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটিপাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে। তিনটি অনুষদে মোট আসন সংখ্যা৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিমেলসায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়সর্বমোট জিপিএ-৭.০০ থাকতে হবে।

ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।