নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি চারটি পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম
ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ (এসএমই, রিটেইল প্রোডাক্ট), ক্রেডিট অ্যানালিস্ট (রিটেইল, এসএমই অ্যান্ড করপোরেট), রিলেশনশিপ ম্যানেজার (রিটেইল ব্যাংকিং), রিলেশনশিপ ম্যানেজার (এসএমই ব্যাংকিং)

যোগ্যতা
ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ (এসএমই, রিটেইল প্রোডাক্ট)
যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

ক্রেডিট অ্যানালিস্ট (রিটেইল, এসএমই অ্যান্ড করপোরেট)
ব্যবসা/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নির্বাচতি প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

রিলেশনশিপ ম্যানেজার (রিটেইল ব্যাংকিং)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

রিলেশনশিপ ম্যানেজার (এসএমই ব্যাংকিং)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা cyberjob.com.bd/corporate/nrb এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ভিজিট করুন : www.nrbbankbd.com