জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে ফরম বিতরণ হয়েছে। চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। আবেদন টেলিটকের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার ইউনিট ভিত্তিক ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতিত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরসমূহের মাধ্যমে যোগাযোগ করা যাবে- ০১৭৮৭১২৩৬১৪, ০১৭৮৭১২৩৬১৫, ০১৭৮৭১২৩৬১৬।
এসএমএস করার নিয়মাবলীসহ ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.juniv.edu/admission এ পাওয়া যাবে।