বিশ্বখ্যাত ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এইচএসবিসি ব্যাংক লিমিটেড বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লিংকডইন ডটকমে প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী তিন ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে।
অ্যাসোসিয়েট, ডমেস্টিক চেক প্রসেসিং, বিজনেস সার্ভিস
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ৫ অক্টোবর, ২০১৬ পর্যন্ত।
অ্যাসোসিয়েট, হাই ভ্যালু পেমেন্টস, বিজনেস সার্ভিস
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী এবং মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর, ২০১৬।
অ্যাসোসিয়েট, ব্রাঞ্চ অপারেশন, বিজনেস সার্ভিস (চট্টগ্রাম)
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী এবং মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে। সঙ্গে প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজে ইচ্ছুক হতে হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর, ২০১৬।