সাম্প্রতিক সাধারণ জ্ঞান (মার্চ ২০১৭ ইং) প্রথম পর্ব

০১. দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কে?
উত্তর: কামরুন নাহার।
০২. টাঙ্গাইল বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয় একাত্তর’ এর ভাস্কর কে?
উত্তরঃ সৈয়দ সাইফুল কবীর রঞ্জু।
০৩. বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?
উত্তরঃ বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল।
০৪. বর্তমান অর্থসচিব কে?
উত্তরঃ হেদায়েতুল্লাহ আল মামুন।
০৫. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র
০৬. মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তরঃ সুজানগর, পাবনা।
০৭. ২৪ জানুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসরকাররি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?
উত্তরঃ নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল।
০৮. দেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কে এম নূরুল হুদা।
০৯. দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বেগম কবিতা খানম।
১০. প্রধান নির্চাচন কমিশনার ও নির্চাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?
উত্তরঃ প্রধান বিচারপতি।
১১. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সর্বনিম্ন বয়সসীমা কত?
উত্তরঃ কোন বয়সের সীমা নেই।
১২. বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৬ ফেব্রুয়ারি ২০১৭।
১৩. বাংলাদেশ জীববৈচিত্র্য বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি ২০১৭।
১৪. ক্যাডেট কলেজ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩০ জানুয়ারি ২০১৭।
১৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি ২০১৭।
১৬. পাট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৭।
১৭. ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ।
১৮. মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তরঃ ময়মনসিংহ।
১৯. চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ সাতক্ষীরা।
২০. চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ মৌলভীবাজার
২১. পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ফরিদপুর।
২২. আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ মুন্সিগঞ্জ।
২৩. মসুর উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২৪. আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২৫. আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ নাটোর।
২৬. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ পাবনা।
২৭. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ কুষ্টিয়া।
২৮. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ঝিনাইদহ।
২৯. জার্মানির ১২তম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ফ্রাংক ওয়েল্টার স্টেইনমিয়া।
৩০. বর্তমান তেল উত্তোলন শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ আইরস মিতেঁরা (ফ্রান্স)।
৩১. ২০১৭ সালে ৬৫ তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তরঃ আইরিস মিতেঁরা (ফ্রান্স)।
৩২. ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ আলফা কোন্দে (গিনি)।
৩৩. ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন কমিশন (AUC)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ মুসা ফাকি (শাদ)।
৩৪. আফ্রিকান ইউনিয়ন (AU)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৫৫টি।
৩৫. ৩০ জানুয়ারি ২০১৭ কোন দেশ পুনরায় আফ্রিকান ইউনিয়ন (AU)-এ যোগদান করে ?
উত্তরঃ মরক্কো।
৩৬. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা(IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৮৬টি।
৩৭. ১১ জানুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৬তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ মাল্টা।
৩৮. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৮-২৯ এপ্রিল ২০১৭।
৩৯. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মেট্রো ম্যানিলা, ফিলিপাইন।
৪০. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৩-১৪ নভেম্বর ২০১৭।
৪১. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ পামপাঙ্গা, ফিলিপাইন।
৪২. বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-WE-WE 5-এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
৪৩. SEA-WE-WE 5-এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।
৪৪. SEA-WE-WE 5-এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০,০০০ কি. মি.
৪৫. SEA-WE-WE 5-এর সাথে যুক্ত দেশ কতটি?
উত্তরঃ ১৯টি।
৪৬. প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়ে কোন জেলায়?
উত্তরঃ গাইবান্ধা।
৪৭. প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিক সবচেয়ে কম শিক্ষার্থী ঝরে পড়ে কোন জেলায়?
উত্তরঃ চট্টগ্রাম।
৪৮. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ হংকং।
৪৯. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৫০. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ কততম?
উত্তরঃ ১২৮তম।