সাধারণ বিজ্ঞান (২০১৫-০৫-১৯)

০১. হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তরঃ দুই
০২. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক) উত্তল
খ) অবতল
গ) জুম
ঘ) সিলিনড্রিক্যাল
উত্তরঃ অবতল
০৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
ক) লেন্সের কাজ করে
খ) আতশী কাচের কাজ করে
খ) দর্পনের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে
উত্তরঃ প্রিজমের কাজ করে
০৪. প্রথম টেস্ট টিউব শিশু কবে জন্মগ্রহণ করে?
ক) জানুয়ারী, ১৯৭৭
খ) জুলাই, ১৯৭৮
গ) জুন, ১৯৭৮
ঘ) আগস্ট, ১৯৭৯
উত্তরঃ জুন, ১৯৭৮
০৫. কোনটি বিস্ফোরক পদার্থ?
ক) ডিডিটি
খ) টি এন টি
গ) সি এফ সি
ঘ) আয়োডেক্স
উত্তরঃ টি এন টি
০৬. ইন্টারনেট সার্চ ইজ্ঞিন নয় কোনটি?
ক) গুগল
খ) ডগপাইল
গ) আলটা ভিসটা
ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার
উত্তরঃ ইন্টারনেট এক্সপ্লোরার
০৭. স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
ক) দার্শনিক
খ) পদার্থবিদ
গ) কবি
ঘ) রসায়নিক
উত্তরঃ পদার্থবিদ
০৮. ভারী পানির সংকেত –
ক) 2H2O2
খ) H2O
গ) D2O
ঘ) HD2O2
উত্তরঃ D2O
০৯. এক বাইট (byte) সমান কত বিট (bit) ?
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ১৬
উত্তরঃ ৮
১০. মহাশূন্যে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে পড়বে?
ক) পালক
খ) পাথর
ঘ) কাঠ
ঘ) সব এক সাথে
উত্তরঃ সব এক সাথে