সাধারণ বিজ্ঞান (২০১৫-০৫-১৮)

০১. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
ক) অর্ধেক হবে
খ) দিগুন হবে
গ) তিনগুন হবে
ঘ) চারগুন হবে
উত্তরঃ অর্ধেক হবে
০২. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন –
ক) স্টিফেন হকিং
খ) জি লেমেটার
গ) আব্দুস সালাম
ঘ) এডুইন হাবল
উত্তরঃ স্টিফেন হকিং
০৩. টুথপেস্টের প্রধান উপাদান কি?
ক) জেলি ও মশলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল
উত্তরঃ সাবান ও পাউডার
০৪. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ?
ক) আলট্রা-ভ্যায়োলেট রশ্মি
খ) বিটা রশ্মি
গ) আলফা রশ্মি
ঘ) গামারশ্মি
উত্তরঃ আলট্রা-ভ্যায়োলেট রশ্মি
০৫. কোনটি বেশি স্থিতিস্থাপক?
ক) ইস্পাত
খ) রাবার
গ) কাঁচ
ঘ) পানি
উত্তরঃ ইস্পাত
০৬. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
ক) ইস্পাত
খ) হীরা
গ) লোহা
ঘ) সোনা
উত্তরঃ হীরা
০৭. পৃথিবীর ”বোন গ্রহ” বলা হয় কোন গ্রহ কে?
ক) মঙ্গল
খ) বুধ
গ) শুক্র
ঘ) বৃহস্পতি
উত্তরঃ শুক্র
০৮. কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় ?
ক) ১০ থেকে ৪০০ নেমি
খ) ৪০০ থেকে ৭০০ নেমি
গ) ১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.
ঘ) ১ মি এর ঊর্ধে
উত্তরঃ ৪০০ থেকে ৭০০ নেমি
০৯. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
ক) ভিটামিন সি
খ) ভিটামিন বি
গ) ভিটামিন বি-২
ঘ) ভিটামিন কে
উত্তরঃ ভিটামিন কে
১০. জীব জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো-
ক) ছত্রাক
খ) ভাইরাস
গ) প্রোটোজোয়া
ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ ভাইরাস