০১. জোয়ান অব আর্কের নেতৃত্বে ফরাসি বাহিনী কবে অরলিয়ন্স দখল করে?
উত্তরঃ ১৪৩১ সালে।
০২. জোয়ান অব আর্ককে ডাইনি বলে কবে পুড়িয়ে মারা হয়?
উত্তরঃ ১৪৩১ সালে।
০৩. ফ্রান্স কবে সর্বশেষ পারমানবিক বিস্ফোরণ ঘটায়?
উত্তরঃ ৬ সেপ্টেম্বর, ১৯৯৫।
০৪. কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?
উত্তরঃ বেলারুশ।
০৫. স্বাধীনতা প্রাপ্তির পূর্বে পর্যন্তু বেলারুশ কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ বাইলোরাশিয়া।
০৬. ‘দি হলি সী’ কি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
০৭. ভ্যাটিকান সিটির আয়তন কত?
উত্তরঃ ০.৪৪ বর্গ কি.মি.
০৮. ভ্যাটিকান সিটি-র চারদিকে কোন দেশ অবস্থিত?
উত্তরঃ ইতালি।
০৯. ভ্যাটিকান সিটি কে শাসন করেন?
উত্তরঃ পোপ নিযুক্ত একটি কমিশন।
১০. কয়টি দ্বীপ নিয়ে মালটা কমিশন?
উত্তরঃ ৩টি (মাল্টা, গোজে, কমিনো)।
১১. মেনোকার রাষ্ট্রীয় প্রধান কে?
উত্তরঃ যুবরাজ।
১২. কোন দেশটি মূলত আমোদ কেন্দ্র হিসেবে খ্যাত?
উত্তরঃ মেনোকা।
১৩. ইংল্যান্ড কে জয় করেন?
উত্তরঃ নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম।
১৪. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৩৩৮ সালে।
১৫. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে পরিসমাপ্তি হয়েছিল?
উত্তরঃ ১৪৫৩ সালে।