০১. রুমানিয়ার সিংহাসনচ্যুত রাজা মিইকেল কোন দেশে নির্বাসিত হন?
উত্তরঃ সুইজারল্যান্ড।
০২. কোন দেশ বাইজেনটিয়াম নামে পরিচিত?
উত্তরঃ তুরস্ক।
০৩. হাঙ্গেরীতে স্ট্যালিন বিরোধী বিপ্লব ঘটে?
উত্তরঃ ১৯৫৬ সালে।
০৪. পান্না দ্বীপ কাকে বলা হয়?
উত্তরঃ আয়ারল্যান্ড।
০৫. দক্ষিণ আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উত্তরঃ ২৬টি।
০৬. উত্তর আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উত্তরঃ ৬টি।
০৭. কোন দেশকে ‘ব্রেড বাস্কেট অব দ্যা সোভিয়েট ইউনিয়ন বলা হয়?
উত্তরঃ ইউক্রেন।
০৮. সাবেক সোভিয়েটের সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্র ছিল কোনটি?
উত্তরঃ ইউক্রেন।
০৯. আধুনিক ইতালীর জন্ম হয় কবে?
উত্তরঃ সাভোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময়।
১০. মুসোলিনি কবে ইতালির স্বৈরশাসক নিযুক্ত হন?
উঃ ৩০ অক্টোবর, ১৯২২।