সাধারণ জ্ঞান (২০১৫-০৫-১৩)

০১. BADC বলতে কি বুঝায়?
উত্তরঃ বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা (Bangladesh Agricultural Development Corporation)
০২. জুটন আবিস্কার করেন কে?
উত্তরঃ ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
০৩. বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান কত ?
উত্তরঃ ০.১৪ একর।
০৪. সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৮ সালে।
০৫. সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে ?
উত্তরঃ এসএসপি
০৬. বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৭১ সালে।
০৭. বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?
উত্তরঃ ১৯৭৩ সালে।
০৮. কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?
উত্তরঃ কৃষ্ণ -বঙ্গ।
০৯. বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার সাভারে।
১০. দেশে বর্তমানে ভেটেরেনারী কলেজ চালু রয়েছে কয়টি ?
উত্তরঃ ৪টি।
১১. ছাগল উন্নয়ন খামার কোথায় ?
উত্তরঃ সিলেটের টিলাগড়ে।
১২. আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উত্তরঃ অনার্যদের
১৩. চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উত্তরঃ সপ্তম শতকে।
১৪. বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উত্তরঃ গুপ্ত যুগে।