সাধারণ জ্ঞান (২০১৫-০৫-০৬)

০১. মার্শাল টিটো কে ছিলেন?
উত্তরঃ যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট।
০২. কোন দেশের প্রধানমন্ত্রির মর্যাদার ব্যক্তিকে চ্যান্সেলর বলে?
উত্তরঃ জার্মানী।
০৩. জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল?
উত্তরঃ কাইজার।
০৪. সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী?
উত্তরঃ জার্মানী।
০৫. দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?
উত্তরঃ ১৯৬১ সালে।
০৬. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায়?
উত্তরঃ বেলজিয়াম।
০৭. একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ পোল্যান্ড।
০৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?
উত্তরঃ নূরেমবার্গে।
০৯. নাৎসি দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হিটলার।
১০. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?
উত্তরঃ গোষ্টপো।
১১. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?
উত্তরঃ ৩ অক্টোবর, ১৯৯০।
১২. ‘পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?
উত্তরঃ আলবেনিয়া।
১৩. ব্রান্ডেনবার্গ ফটক কোথায় অবস্থিত?
উত্তরঃ বার্লিন।
১৪. কোন দেশের ট্রেড ইউনিয়নের নাম আলফা নামে পরিচিত?
উত্তরঃ রুমানিয়া।