সাধারণ জ্ঞান (২০১৫-০৪-২৩)

০১৷ বাংলাদেশ এশিয়ার মোট কতটি গন্তব্যে পণ্য রফতানি করে?
উত্তরঃ ৩০টি
০২৷বিশ্বের কতটি দেশে বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়?
উত্তরঃ ৪৯টি
০৩৷২০১৪ সালের জন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
০৪৷জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তরঃ ৪৬.৫ মিটার।
০৫৷বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কত সালে?
উত্তরঃ ৪জানুয়ারী ১৯৯০।
০৬৷বাংলাদেশে ইলেক্ট্রনিক বুক বা ই-বুকের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ২৪এপ্রিল ২০১১
০৭। প্রবাসী কল্যাণ ব্যাংক এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ২০এপ্রিল ২০১১
০৮৷বাংলাদেশে প্রথম মোবাইলে ব্যাংকিং ব্যবস্থা করে কোন ব্যাংক?
উত্তরঃ ডাচবাংলা ব্যাংক লিমিটেড,৩১মার্চ ২০১১।
০৯৷ক্রিকেটের বাইবেল বলে খ্যাত উইজডোনে প্রথম বাংলাদেশী হিসেবে বর্ষসেরা হন কোন ক্রিকেটার?                           উত্তরঃ তামিম ইকবাল।
১০৷ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর কোথায়?
উত্তর: উত্তরা, ঢাকা।
১১৷বঙ্গবঙ্গু স্মৃতিভবন অবস্থিত কোথায়?
উত্তরঃ কলকাতা, ভারত
১২৷ঢাকা শেরাটন হোটেলের বর্তমান নাম কি?
উত্তরঃ রূপসী বাংলা হোটেল।
১৩৷বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক কে?
উত্তরঃ ডা.শুভ রায় (বাংলাদেশ)।