০১৷ কর্ম কমিশন চেয়ারম্যান নিয়োগ করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি
০২৷ পদ্মা সেতু নির্মাণ করবে কোন কোম্পানি?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.
০৩৷ দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় কতটি?
উত্তরঃ ৩২৩টি
০৪৷ বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
উত্তরঃ ৭ জুলাই ২০১৪
০৫৷ বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে?
উত্তরঃ ১৯৪৬৭ বর্গ কি.মি.
০৬৷ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি?
উত্তরঃ ২৬টি
০৭৷বর্তমানে বাংলাদেশে বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তরঃ ৭৮টি
০৮৷দেশে বর্তমানে মোট ব্যাংক কতটি?
উত্তরঃ ৬২টি
০৯৷ বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানি করছে কোন দেশে?
উত্তরঃ শ্রীলংকায়
১০৷ বর্তমানে দেশে অনুমোদিত টিভি চ্যানেলের সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১টি
১১৷ দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত?
উত্তরঃ ১৬২.২০ ডলার বা ১২৭০০ টাকা
১২৷ বর্তমানে বিশ্বে মেগাসিটি কতটি?
উত্তরঃ ২৮টি
১৩৷ মেগাসিটির তালিকায় ঢাকার অবস্থান কততম?
উত্তরঃ ১১তম
১৪৷দরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ ৪র্থ