হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক(২০১৫-০৪-১৯)

০১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।
০২. লীগ অব নেশনস বিলুপ্ত হয় কবে?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।
০৩. বাংলাদেশ জাতি সংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয় কতবার?
উত্তরঃ দুইবার (১৯৭৯-৮০ ও ২০০০-২০০১)
০৪. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং।
০৫. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ২৬ শে জুন ১৯৪৫।
০৬. প্যাট্রিয়ট, কি?
উত্তরঃ ক্ষেপনাস্ত্র বিধ্বংসী অস্ত্র।
০৭. জাপানের পার্লামেনেটর নামকি?
উত্তরঃ ডায়েট।
০৮. বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?
উত্তরঃ কুলাউড়া (মৌলভী বাজার)
০৯. জাতীয় যাদুঘরের স্থপতি কে?
উত্তরঃ মোস্তফা কামাল।
১০. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে-
উত্তরঃপানামা খাল।