হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক(২০১৫-০৪-০৯)

০১. ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ও ধনী উপনিবেশ কি ছিল?
উঃ বারমুডা।
০২. ব্রিটেনের জাতীয় পতাকার নাম কি?
উঃ ইউনিয়ন জ্যাক।
০৩. ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?
উঃ ১২১৫ সালে।
০৪. কোন ব্রিটিশ রাজকুমারী স্মলপক্স বা গুটিবসন্তে মারা যান?
উঃ মেরি।
০৫. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া।
০৬. ‘হার্টন কমিশন’ কেন গঠন করা হয়?
উঃ ড. ডেভিড কেলির মৃত্যুর কারণ অনুসন্ধান।
০৭. জোসেফ স্ট্যালিনের মৃত্যু হয় কবে?
উঃ ৫ মার্চ, ১৯৫৩।
০৮. স্ট্যালিনের মরদেহ কবে সমাধি থেকে সরিয়ে নেয়া হয়?
উঃ ৩০ অক্টোবর, ১৯৬১।
০৯. বার্ট্যান্ড রাসেলকে পরমানু পরীক্ষা বিরোধীতার জন্য রাশিয়া সরকার গ্রেফতার করে?
উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৬১।
১০. ভারত ও রাশিয়ার মধ্যে কবে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১১ জুন, ১৯৭৬।
১১. চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কবে আণবিক দূর্ঘটনা ঘটে?
উঃ ২৯ এপ্রিল, ১৯৮৬।
১২. সোভিয়েত ইউনিয়ন কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘটে?
উঃ ২১ ডিসেম্বর, ১৯৯১।
১৩. ইংল্যান্ডের প্রথম চালর্স কবে নিহত হন?
উঃ ১৬৪৯ সালে।
১৪. ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ রবার্ট ওয়ালপোল।
১৫. ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়েছিল?
উঃ ১৬০০ সালে।