সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়ক (০৬-০৪-২০১৫)

১.বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
উঃ ৪৮৯ টি।
২.বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
উঃ ৬৩৬ টি।

৩.বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি?
উঃ ৩১৯ টি।
৪.বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উঃ ১১৯০।
৫.জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি)কত?
উঃ ১০১৫ জন।
৬.দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?
উঃ ১১০ টি।
৭.জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কতজন?
উঃ ১২ জন।
৮.সম্প্রতি বিমান বহরে যুক্ত হওয়া নতুন বিমানের নাম কি?
উঃ রাঙাপ্রভাত।
৯.দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উঃ এম ভি বাঙালি।
১০.প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়?
উঃ মহাখালী ,ঢাকা।
১১.পদ্মা সেতু নির্মাণ করবে কোন কোম্পানি?
উঃ চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।
১২.বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।
১৩.বাংলাদেশ-ভারতেরসমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কবে
উঃ ৭ জুলাই ২০১৪।
১৪.বাংলাদেশ-ভারতেরমধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে
উঃ১৯৪৬৭ বর্গ কি.মি।
১৫.বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি ?
উঃ ২৬টি।