সাধারণ বিজ্ঞান(২০১৫-০২-১৮)

১. সংকর ধাতুর পিতলের উপাদান
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সিসা
উত্তরঃ তামা ও দস্তা
২. ফল পাকানোর জন্য দায়ী কী?
ক. ইথিলিন
খ. প্রপিন
গ. লাইকোপেন
ঘ. মিথিলিন
উত্তরঃ ইথিলিন
৩. কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন
খ. এমাইলেজ
গ. রেনন
ঘ. ট্রিপসিন
উত্তরঃ রেনন
৪. স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত-
ক. দার্শনিক
খ. পদার্থবিদ
গ. কবি
ঘ. রসায়নবিদ
উত্তরঃ পদার্থবিদ
৫. এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
ক. ফিটকিরি
খ. চুন
গ. সেভিং সোপ
ঘ. কস্টিক সোডা
উত্তরঃ ফিটকিরি
৬. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি বের হয়?
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. কসমিক রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ রঞ্জন রশ্মি
৭. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ ROM
৮. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
ক. 6000°C
খ. 8000°C
গ. 10000°C
ঘ. 12000°C
উত্তরঃ 6000°C
৯. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
ক. ম্যাগনেসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. পটাশিয়াম
উত্তরঃ সোডিয়াম
১০. পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক. টেট্রোলিয়াম
খ. ইউরেনিয়াম-২৩৫
গ. অক্সিজেন
ঘ. প্লাটিনাম
উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫
১১. কোনটি বায়ুর উপাদান নয়?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ.কার্বন
ঘ. ফসফরাস
উত্তরঃ ফসফরাস
১২. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
ক. ডারউইন
খ. লুইপাস্তুর
গ. ল্যাভরসিয়ে
ঘ. প্রিস্টলি
উত্তরঃ লুইপাস্তুর
১৩. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৮টি
উত্তরঃ ৬টি
১৪. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
ক. লোহা
খ. সিলিকন
গ. পারদ
ঘ. তামা
উত্তরঃ লোহা
১৫. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
খ. আলোর বিচ্ছুরণে
গ. দৃষ্টি ভ্রমে
ঘ. অপাবর্তনে
উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
১৬. হাড় ও দাঁতকে মজবুত করে-
ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস
উত্তরঃ ফসফরাস
১৭. শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র-
ক. অডিও মিটার
খ. অ্যামিটার
গ. অডিও ফোন
ঘ. অলটিমিটার
উত্তরঃ অডিও মিটার
১৮। কাচ তৈরির প্রধান কাঁচমাল হল-
ক. শাজিমাটি
খ. চুনাপাথর
গ. জিপসাম
ঘ. বালি
উত্তরঃ বালি
১৯. কোনটি তেজষ্ক্রিয় পদার্থ নয়?
ক. লোহা
খ. ইউরেনিয়াম
গ. প্লুটোনিয়াম
ঘ. নেপচুনিয়াম
উত্তরঃ লোহা
২০. পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়
ক. পটকা মাছ
খ. হাঙ্গর
গ. শুশুক
ঘ. জেলী ফিস
উত্তরঃ শুশুক