সাধারণ জ্ঞান-বাংলাদেশ (২০১৫-০২-১২)

০১. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?
উঃ ১০ এপ্রিল ১৯৭১
০২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?
উঃ লীলা নাগ
০৩. পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
০৪. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল?
উঃ আকবর
০৫. বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
০৬. বাংলাদেশের প্রথম মহিলা পাইলট?
উঃ কানিজ ফাতেমা রোকশান
০৭. বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে?
উঃ জাকিয়া আখতার
০৮. বাংলাদেশের প্রথম মহিলা এস.পি?
উঃ বেগম রওশন আরা
০৯. ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
১০. উপমহাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ গোয়া