০১. ফল পাকানো জন্য কোনটি দায়ী ?
(ক) ইথিলিন
(খ) প্রপিন
(গ) লাইকোপেন
(ঘ) মিথিলিন
সঠিক উত্তরঃ ইথিলিন
০২. বিদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
(ক) কম হয়
(খ) খুব কম হয়
(গ) একই হয়
(ঘ) বেশি হয়
সঠিক উত্তরঃ একই হয়
০৩. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
(ক) ফিটকিরি
(খ) চুন
(গ) সেভিং সোপ
(ঘ) কস্টিক সোডা
সঠিক উত্তরঃ ফিটকিরি
০৪. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
(ক) গামা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) কাসমিক রশ্মি
(ঘ) রঞ্জন রশ্মি
সঠিক উত্তরঃ গামা রশ্মি
০৫. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
(ক) ই-মেইল
(খ) ইন্টারকম
(গ) ইন্টারনেট
(ঘ) টেলিগ্রাম
সঠিক উত্তরঃ ইন্টারনেট
০৬. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় ?
(ক) পেপসিন
(খ) এমাইলেজ
(গ) রেনিন
(ঘ) ট্রিপসিন
সঠিক উত্তরঃ রেনিন
০৭. কীসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয় ?
(ক) দস্তা
(খ) সালফার
(গ) নাইট্রোজেন
(ঘ) পটাশিয়াম
সঠিক উত্তরঃ সালফার
০৮. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
(ক) কৃত্রিম সার প্রয়োগ
(খ) পানির সেচ
গ) জমিতে নাইট্রোজেন ধরে রাখা
(ঘ) প্রাকৃতিক সার প্রয়োগ
সঠিক উত্তরঃ পানির সেচ
০৯. সুনামির কারণ হল-
(ক) আগ্নেয়গিরির অগ্নুৎপাত
(খ) ঘূর্ণিঝড়
(গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
(ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
সঠিক উত্তরঃ সমুদ্র তলদেশের ভূমিকম্প
১০. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
(ক) হাইড্রোজেন সরবরাহ করে
(খ) নাইট্রোজেন সরবরাহ করে
(গ) অক্সিজেন সরবরাহ করে
(ঘ) অক্সিজেন সরবরাহে
সঠিক উত্তরঃ অক্সিজেন সরবরাহে