সাধারণ বিজ্ঞান (২০১৫-০২-০৫)

০১. বিটুমিনাস কয়লা কত বছরের পুরনো?
(ক) প্রায় ৩৫০ মিলিয়ন
(খ) প্রায় ৩০০ মিলিয়ন
(গ) প্রায় ৫০০ মিলিয়ন
(ঘ) প্রায় ১৫০ মিলিয়ন
উত্তরঃ প্রায় ৩০০ মিলিয়ন
০২. জলবায়ু পরিবর্তনের ফলে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত পর্যন্ত বাড়তে পারে?
(ক) ১.৩° – ৮.৪° সেলসিয়াস
(খ) ১.১° – ৬.৪° সেলসিয়াস
(গ) ০.২°- ০.৩° সেলসিয়াস
(ঘ) ১.২° – ২.২° সেলসিয়াস
উত্তরঃ ১.১° – ৬.৪° সেলসিয়াস
০৩. El-Nino শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত ?
(ক) বন্যা
(খ) ভুমিকম্প
(গ) টর্নোডো
(ঘ) খরা
উত্তরঃ খরা
০৪. এসিড বৃষ্টির জন্য মানব সৃষ্ট কারণগুলো হলো-
i. শিল্প কারখানা ii. গ্যাস ভিত্তিক সৃষ্ট উৎপাদন কেন্দ্র iii. গৃহস্থালির চুলা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
০৫. 25 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 3ms-1 হবে?
(ক) 25N
(খ) 50N
(গ) 75 N
(ঘ) 90 N
উত্তরঃ 75 N
০৬. মধ্যাকর্ষণ বলের জন্য-
i. পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘোরে
ii. চাঁদ সূর্যকে কেন্দ্র করে ঘোরে
iii. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও iii
০৭. দুর্বল নিউক্লিয় বল তাড়িত চৌম্বক বলের চেয়ে কতগুণ দুর্বল ?
(ক) ১০ গুণ
(খ)  ১০ গুণ
(গ)  ১০ গুণ
(ঘ)  ১০১০ গুণ
উত্তরঃ ১০১০ গুণ
০৮. ডি. এন. এ অণু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খলকে কী বলা হয়?
(ক) পলি নিউক্লিওটাইড
(খ) ডাই নিউক্লিওটাইড
(গ) পেন্টা নিউক্লিওটাইড
(ঘ) ডি এন এ রিকন্বিন্টে
উত্তরঃ পলি নিউক্লিওটাইড
০৯. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও।
কোনো সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বিজ্ঞানীগণ যে পদ্ধতি আবিষ্কার করেছেন তা বর্তমানে সর্বজন স্বীকৃত। তাছাড়া জেনেটিক বিশৃঙ্খলার মাধ্যমে মানবদেহে নানা সমস্যা দেখা দিতে পারে।
সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তি করা হয় কিভাবে?
(ক) আর এন এ টেস্টের মাধ্যমে
(খ) ডি এন এ টেস্টের মাধ্যমে
(গ) জিন প্রযুক্তির মাধ্যমে
(ঘ) ক্রোমোজোমের বিভাজনের মাধ্যমে
উত্তরঃ ডি এন এ টেস্টের মাধ্যমে
১০. জেনেটিক বিশৃঙ্খলার মাধ্যমে কী ঘটতে পারে?
(ক) সিকিল রোগ
(খ) বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে পারা
(গ) অপটিক স্নায়ুর সহিষ্ণুতা
(ঘ) দৃষ্টিহীনতা বৃদ্ধি
উত্তরঃ সিকিল রোগ