০১. কোনটি এন্টিবায়োটিক ?
(ক) ইনসুলিন
(খ) পেপসিন
(গ) পেনিসিলিন
(ঘ) ইথিলিন
সঠিক উত্তরঃ পেনিসিলিন
০২. জন্ডিসে আক্রান্ত হয়-
(ক) যকৃত
(খ) কিডনি
(গ) পাকস্থলি
(ঘ) হৃৎপিন্ড
সঠিক উত্তরঃ যকৃত
০৩. পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
(ক) পেট্রোলিয়াম
(খ) ইউরেনিয়াম-২৩৫
(গ) অক্সিজেন
(ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তরঃ পেট্রোলিয়াম
০৪. বৈদ্যুতিক হিটাার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় ?
(ক) তামা
(খ) নাইক্রোম
(গ) স্টেনিয়াম
(ঘ) প্লাটিনাম
সঠিক উত্তরঃ নাইক্রোম
০৫. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
(ক) গামা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) কসমিক রশ্মি
(ঘ) রঞ্জন রশ্মি
সঠিক উত্তরঃ গামা রশ্মি
০৬. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
(ক) এ রোগ মানবদেহের কিডনিট নষ্ট করে
(খ) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
(গ) এ রোহ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
(ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
সঠিক উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
০৭. এনটিও প্লাস্টি হচ্ছে-
(ক) হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
(খ) হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন
(গ) হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়
(ঘ) হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
উত্তরঃ হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
০৮. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে ?
(ক) পেট্রোল ইঞ্জিনে
(খ) ডিজেল ইঞ্জিনে
(গ) রকেট ইঞ্জিনে
(ঘ) বিমান ইঞ্জিনে
সঠিক উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে
০৯. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
(ক) আলফা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) গামা রশ্মি
(ঘ) রঞ্জন রশ্মি
সঠিক উত্তরঃ গামা রশ্মি
১০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
(ক) টিএসপি
(খ) সার
(গ) বর্জ পদার্থ
(ঘ) ইউরিয়া
সঠিক উত্তরঃ ইউরিয়া