সাধারণ জ্ঞান-বাংলাদেশ (২০১৫-০১-২৬)

০১. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
(ক) সাত
(খ) আট
(গ) ছয়
(ঘ) পাঁচ
উত্তরঃ সাত
০২. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
(ক) মালদ্বীপ
(খ) শ্রীলংকা
(গ) নেপাল
(ঘ) ভুটান
উত্তরঃ মালদ্বীপ
০৩. ‘ভাসুবিহার’ কোন জেলায় অবস্থিত?
(ক) নওগাঁ
(খ) বগুড়া
(গ) জয়পুরহাট
(ঘ) দিনাজপুর
উত্তরঃ বগুড়া
০৪. বাংলাদেশের ননাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ ?
(ক) ১৬
(খ) ১৭
(গ) ২৮
(ঘ) ২৫
উত্তরঃ ২৫
০৫. কোন জেলা শহরে রিকশা নেই?
(ক) পঞ্চগড়
(খ) চট্টগ্রাম
(গ) রাঙামাটি
(ঘ) বান্দরবান
উত্তরঃ রাঙামাটি
০৬. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
(ক) ময়মনসিংহ
(খ) ঢাকা
(গ) রাজশাহী
(ঘ) রাঙামাটি
উত্তরঃ রাঙামাটি
০৭. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে ?
(ক) স্বরাষ্ট্র
(খ) পররাষ্ট্র
(গ) তথ্য
(ঘ) যোগাযোগ
উত্তরঃ স্বরাষ্ট্র
০৮. ‘সূর্যের হাসি’ কিসের প্রতীক?
(ক) রেড ত্রিসেন্টের
(খ) পল্লীমঙ্গল সমিতির
(গ) মা ও শিশু স্বাস্থ্যর
(ঘ) হাসপাতাল
উত্তরঃ মা ও শিশু স্বাস্থ্যর
০৯. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
(ক) ২৯ ডিসেম্বর ২০০৮
(খ) ৩০ ডিসেম্বর ২০০৮
(গ) ৩১ ডিসেম্বর ২০০৮
(ঘ) ০১ জানুয়ারী ২০০৯
উত্তরঃ ২৯ ডিসেম্বর ২০০৮
১০. ‘আমার ভাইয়োর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’-রচয়িতা কে?
(ক) আব্দুল গাফফার চৌধুরী
(খ) মোহাম্মাদ সুলতান
(গ) আলতাফ মাহমুদ
(ঘ) আল মাহমুদ
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী