সাধারণ জ্ঞান (২০১৫-০১-২৪)

০১. মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়-
(ক) রাজা
(খ) প্রেসিডেন্ট
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) বাদশাহ
সঠিক উত্তরঃ প্রেসিডেন্ট
০২. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) উত্তর আমেরিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তরঃ এশিয়া
০৩. নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
(ক) ধীরেন্দ্র
(খ) জ্ঞানেন্দ্র
(গ) বীরেন্দ্র
(ঘ) মহেন্দ্র
সঠিক উত্তরঃ জ্ঞানেন্দ্র
০৪. Wailing Wall অবস্থিত-
(ক) বার্লিন
(খ) রোমে
(গ) জেরুজালেম
(ঘ) মাদ্রিদ
সঠিক উত্তরঃ জেরুজালেম
০৫. আয়ারল্যান্ডের রাজধানী কোনটি ?
(ক) ডাবলিন
(খ) বেলকাস্ট
(গ) গ্লাসগো
(ঘ) লন্ডন
সঠিক উত্তরঃ ডাবলিন
০৬. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত ?
(ক) পশ্চিম
(খ) দক্ষিণ
(গ) উত্তর
(ঘ) পূর্ব
সঠিক উত্তরঃ পশ্চিম
০৭. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে –
(ক) ২ জুলাই, ১৫৫৬
(খ) ৩ জুলাই, ১৬৭৬
(গ) ৪ জুলাই, ১৭৭৬
(ঘ) ৫ জুলাই, ১৮৭৬
সঠিক উত্তরঃ ৪ জুলাই, ১৭৭৬
০৮. গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত ?
(ক) জর্জ ওয়াশিংটন
(খ) ট্রমান
(গ) উড্রো উইলসন
(ঘ) আব্রাহাম লিংকন
সঠিক উত্তরঃ আব্রাহাম লিংকন
০৯. ডিজনিল্যান্ড কী ?
(ক) বিখ্যাত কার্টুন সিরিয়াল
(খ) বিখ্যাত দ্বীপ
(গ) বিখ্যাত পার্ক
(ঘ) বিখ্যাত সমুদ্র সৈকত
সঠিক উত্তরঃ বিখ্যাত পার্ক
১০. ফরাসি বিপ্লবের শিশু বলা হয়-
(ক) রুশোকে
(খ) জন লককে
(গ) ভলতেয়ারকে
(ঘ) নেপোলিয়নকে
সঠিক উত্তরঃ নেপোলিয়নকে