সাধারণ জ্ঞান-বাংলাদেশ (২০১৫-০১-২২)

০১. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন মাসে হয়ে থাকে?
(ক) জানুয়ারি-ফেব্রুয়ারি
(খ) মার্চ-এপ্রিল
(গ) জুন-জুলাই
(ঘ) এপ্রিল-মে
উত্তরঃ এপ্রিল-মে
০২. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
(ক) রূপসা
(খ) বালেশ্বর
(গ) হাড়িয়াভাঙ্গা
(ঘ) ভৈরব
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
০৩. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
(ক) রাজশাহী
(খ) পাবনা
(গ) বগুড়া
(ঘ) সিরাজগঞ্জ
উত্তরঃ বগুড়া
০৪. বাংলাদেশে জলপ্রপাত রয়েছে-
(ক) জাফলং
(খ) রাঙামাটি
(গ) মাধবকুণ্ড
(ঘ) হিমছড়ি
উত্তরঃ মাধবকুণ্ড
০৫. কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়?
(ক) চট্টগ্রাম
(খ) মংলা
(গ) ঢাকা
(ঘ) চাঁদপুর
উত্তরঃ চট্টগ্রাম
০৬. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
(ক) কুসুম্বা মসজিদ
(খ) বড় সোনা মসজিদ
(গ) ষাট গম্বুজ মসজিদ
(ঘ) সাতগম্বুজ মসজিদ
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
০৭. গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন-
(ক) চট্টগ্রাম
(খ) সিলেট
(গ) গৌড়
(ঘ) পান্ডুয়া
উত্তরঃ সিলেট
০৮. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
(ক) ক্লাইভ
(খ) ডালহৌসি
(গ) ওয়েলেসলী
(ঘ) জব চার্নক
উত্তরঃ জব চার্নক
০৯. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-
(ক) ফরিদপুরে
(খ) ঢাকায়
(গ) করাচিতে
(ঘ) কলকাতায়
উত্তরঃ ঢাকায়
১০. ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে হত্যা করা হয়?
(ক) সার্জেন্ট জহুরুল হক
(খ) আমজাদ খাঁ
(গ) কৃষ্ণ দুগার
(ঘ) মকবুল ভুইয়া
উত্তরঃ সার্জেন্ট জহুরুল হক