০১. ২০১৪ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ১৪১ তম (খ) ১৪২ তম (গ) ১৪৩ তম (ঘ) ১৪৪ তম
উত্তরঃ ১৪২ তম
০২. কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম কবে মারা যান?
(ক) ৯ সেপ্টেম্বর, ২০১৪ (খ) ৯ সেপ্টেম্বর, ২০১৩ (গ) ৯ সেপ্টেম্বর, ২০১৩ (ঘ) ৯ অক্টোবর, ২০১৪
উত্তরঃ ৯ সেপ্টেম্বর, ২০১৪
০৩. নবগঠিত জুডিশিয়াল সার্ভিসে পে কমিশনের চেয়ারম্যান কে?
(ক) খন্দকার ইব্রাহিম খালেদ (খ) ড. আতিউর রহমান (গ) বিচারপতি নাজমুন আরা সুলতানা (ঘ) মুহসিন কামাল
উত্তরঃ বিচারপতি নাজমুন আরা সুলতানা
০৪. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে?
(ক) ৩ আগস্ট, ২০১৪ (খ) ৪ আগস্ট, ২০১৪ (গ) ৫ আগস্ট, ২০১৪ (ঘ) ৬ আগস্ট, ২০১৪
উত্তরঃ ৩ আগস্ট, ২০১৪
০৫. জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে?
(ক) ২ সেপ্টেম্বর, ২০১৪ (খ) ৩ সেপ্টেম্বর, ২০১৪ (গ) ৪ সেপ্টেম্বর, ২০১৪ (ঘ) ৫ সেপ্টেম্বর, ২০১৪
উত্তরঃ ৩ সেপ্টেম্বর, ২০১৪
০৬. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
(ক) সড়ক পরিবহন মন্ত্রণালয় (খ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (গ) পরিবহন ও সেতু মন্ত্রণালয় (ঘ) পরিবহন মন্ত্রণলয়
উত্তরঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
০৭. বাংলাদেশের প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা কোনটি?
(ক) যশোর (খ) পঞ্চগড় (গ) ফরিদপুর (ঘ) মেহেরপুর
উত্তরঃ যশোর
০৮. তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান ?
(ক) সাহিত্য (খ) সাংস্কৃতিক (গ) রাজনৈতিক (ঘ) শিক্ষামূলক
উত্তরঃ সাংস্কৃতিক
০৯. “সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে” গানটির গীতিকার কে?
(ক) নাজিম মাহমুদ (খ) ফজলে এ খোদা (গ) শামসুর রহমান (ঘ) বদরুল হাসান
উত্তরঃ ফজলে এ খোদা
১০. শহীধ আসাদের বাড়ি কোন জেলায়?
(ক) নরসিংদী (খ) ঢাকা (গ) মুন্সিগঞ্জ (ঘ) ফেনী
উত্তরঃ নরসিংদী