সাধারণ জ্ঞান (2014-12-25)

০১.   ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ?
ক. ৭ মার্চ ১৯৭১         খ. ২৬ মার্চ ১৯৭১       গ. ১০ এপ্রিল ১৯৭১     ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
০২. বহুল আলোচিত মহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী             খ. ফেনী    গ. লালমনিরহাট          ঘ. সাতক্ষীরা
সঠিক উত্তরঃ ফেনী
০৩. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
ক. ৭ মার্চ ১৯৭৩         খ. ১০ এপ্রিল ১৯৭৩    গ. ১৬ ডিসেম্বর ১৯৭২          ঘ. ৭ ডিসেম্বর ১৯৭৩
সঠিক উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩
০৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে ?
ক.১৭৫৭    খ. ১৭৭০   গ. ১৮৫৭   ঘ. ১৭৯৩
সঠিক উত্তরঃ ১৭৯৩
০৫. বাংলাদেশ ও ও বার্মা সীমান্তবর্তী নদী কোনটি ?
ক. গোমতী খ. জিঞ্জিরাম               গ. নাফ     ঘ. কর্ণফুলী
সঠিক উত্তরঃ নাফ
০৬. পূর্বাশা দ্বীপের  অপর নাম কি ?
ক. নিঝুম            খ. সন্দ্বীপ            গ. দক্ষিণ তালপট্টি       ঘ. কুতুবদিয়া
সঠিক উত্তরঃ দক্ষিণ তালপট্টি
০৭. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত ?
ক. ভোলা  খ. নোয়াখালী             গ. চট্টগ্রাম                    ঘ. কক্সবাজার
সঠিক উত্তরঃ কক্সবাজার
০৮. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজর্নকারী বিষয় কি ?
ক. প্রবাসী শ্রমিক         খ. পাট      গ. রেডিমেট গার্মেন্টস          ঘ. চামড়া
সঠিক উত্তরঃ রেডিমেট গার্মেন্টস
০৯. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৪৭ সাল            খ. ১৯২১ সালে           গ. ১৯০৬ সাল           ঘ. ১৯৫৩ সাল
সঠিক উত্তরঃ ১৯২১ সালে
১০. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. টিএসসি মোড়ে      খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে  গ. রেসকোর্স ময়দানে    ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে