সাধারণ জ্ঞান (2014-12-23)

০১. পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি ?
(ক) ভিয়েতনাম   (খ) সোভিয়েত রাশিয়া     (গ) ফ্রান্স            (ঘ) চীন
সঠিক উত্তরঃ সোভিয়েত রাশিয়া
০২. ‘ফালুন গং’ কী ?
(ক) চীনের একটি ধর্ম
(খ) চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
(গ) চীনের একটি উপজাতি
(ঘ) চীনের একটি উপগ্রহ
সঠিক উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন          
০৩. চিকেন নেন কোনটি ?
(ক) সিলিগুড়ি করিডোর   (খ) কোলিল করিডোর      (গ) দুই জার্মানির সংযোগ স্থল         (ঘ) তিন বিঘা করিডোর
সঠিক উত্তরঃ সিলিগুড়ি করিডোর
০৪. মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী-
(ক) ককেশীয়      (খ) মঙ্গোলীয়      (গ) নিগ্রো           (ঘ) অস্ট্রেলীয়
সঠিক উত্তরঃ ককেশীয়
০৫. বেদে যে অঞ্চলের যাযাবর আদিবাসী-
(ক) মঙ্গোলিয়      (খ) চীন (গ) ভারতবর্ষ     (ঘ) বার্মা
সঠিক উত্তরঃ ভারতবর্ষ
০৬. দক্ষিন অফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?
(ক) ৩০০ বছর   (খ) ৩৩৫ বছর   (গ) ৩৪২ বছর    (ঘ) ৫০০ বছর
সঠিক উত্তরঃ ৩৪২ বছর
০৭. এশিয়ার মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে ?
(ক) ১৯০১         (খ) ১৯৯০          (গ) ১৯৯০          (ঘ) ১৯৯২
সঠিক উত্তরঃ ১৯৯০
০৮. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি ?
(ক) কাস্পিয়ান সাগর       (খ) সুপিরিয়া হ্রদ (গ) ভিক্টোরিয়া হ্রদ          (ঘ) ইরি হ্রদ
সঠিক উত্তরঃ কাস্পিয়ান সাগর
০৯. ন্যাটো এর মহাসচিবের নাম কি ?
(ক) লি লং মিন   (খ) সলিল শেঠী  (গ) কমরেশ শর্মা (ঘ) জেনস স্টলেনবার্গ
সঠিক উত্তরঃ জেনস স্টলেনবার্গ
১০. তুলার ব্যবহার আমদানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ?
(ক) ব্রাজিল         (খ) যুক্তরাষ্ট্র       (গ) চীন (ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তরঃ চীন