০১. কোনটি মৌলিক পদার্থ ?
(ক) লোহা (খ) ব্রোঞ্জ (গ) পানি (ঘ) ইস্পাত
সঠিক উত্তরঃ ব্রোঞ্জ
০২. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে ?
(ক) পারদ (খ) লিথিয়াম (গ) জার্মেনিয়াম (ঘ) ইউরোনিয়াম
সঠিক উত্তরঃ পারদ
০৩. স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
(ক) তামা (খ) দস্তা (গ) ক্রোমিয়াম (ঘ) এলুমিনিয়াম
সঠিক উত্তরঃ ক্রোমিয়াম
০৪. বিশ্ব পরিবেশ দিবস কোনটি ?
(ক) ৫ মে (খ) ১৫ মে (গ) ৫ জুন (ঘ) ১৫ জুন
সঠিক উত্তরঃ ৫ জুন
০৫. কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
(ক) ই-মেইল (খ) ইন্টারকম (গ) ইন্টারনেট (ঘ) টেলিগ্রাম
সঠিক উত্তরঃ ইন্টারনেট
০৬. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম ?
(ক) শূন্যতায় (খ) কঠিন পদার্থ (গ) তরল পদার্থে (ঘ) বায়বীয় পদার্থ
সঠিক উত্তরঃ বায়বীয় পদার্থ
০৭. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
(ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
(খ) পেট্রোল পানির সাথে মিশে না
পেট্রোল পানির চেয়ে হালকা
(ঘ) খ ও গ উভয়েই
সঠিক উত্তরঃ খ ও গ উভয়েই
০৮. কম্পিউটারের কোনটি নেই ?
(ক) স্মৃতি (খ) দীর্ঘ সময় কাজ করা ক্ষমতা (গ) বুদ্ধি বিবেচনা (ঘ) নিভুল কাজ করার ক্ষমতা
সঠিক উত্তরঃ বুদ্ধি বিবেচনা
০৯. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
(ক) স্ফিগমোম্যানোমিটার (খ) স্টেথস্কোপ (গ) কার্ডিওগ্রাফ (ঘ) ইকোকার্ডিওগ্রাফ
সঠিক উত্তরঃ দীর্ঘ সময় কাজ করা ক্ষমতা
১০. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
(ক) কম হয় (খ) বেশি হয় (গ) একই থাকে (ঘ) খুব কম হয়
সঠিক উত্তরঃ একই থাকে
১১. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
(ক) প্রতিসরণ (খ) বিচ্ছুরণ (গ) অপবর্তন (ঘ) অভ্যন্তরীণ
সঠিক উত্তরঃ অভ্যন্তরীণ
১২. যকৃতের রোগ কোনটি ?
(ক) জন্ডিস (খ) টাইফয়েড (গ) হাম (ঘ) কলেরা
সঠিক উত্তরঃ জন্ডিস
১৩. আকাশে বিদ্যুৎ চমকায়-
(ক) মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
(খ) দুই খন্ড মেঘ বিদ্যুৎ কোষ তৈরি হলে
(গ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
(ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
সঠিক উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/বরকফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
১৪. কাজ ও বলের একক যথাক্রমে-
(ক) নিউটন ও মিটার (খ) জুল ও ডাইন (গ) ওয়াট ও পাউন্ড (ঘ) প্যাসকেল ও কিলোগ্রাম
সঠিক উত্তরঃ জুল ও ডাইন
১৫. রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে-
(ক) হাইড্রোজেন সরবরাহ করে
(খ) নাইট্রোজেন সরবরাহ করে
(গ) অক্সিজেন সরবরাহ করে
(ঘ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
সঠিক উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে