০১. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের কত ঘণ্টা আগে?
(ক) ৬ ঘণ্টা
(খ) ৫ ঘণ্টা ৩০ মিনিট
(গ) ৬ ঘণ্টা ৩০ মিনিট
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ৬ ঘণ্টা
০২. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি?
(ক) লুসাই
(খ) গারো
(গ) কিওক্রাডং
(ঘ) জয়ন্তিয়া
উত্তরঃ গারো
০৩. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৭ আগস্ট, ১৯০০ খ্রিঃ
(খ) ১৮ আগস্ট, ১৮০০ খ্রিঃ
(গ) ১৫ আগস্ট, ১৮৫৭ খ্রিঃ
(ঘ) ১০ আগস্ট, ১৯১০ খ্রিঃ
উত্তরঃ ১৮ আগস্ট, ১৮০০ খ্রিঃ
০৪. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ১.৩৭%
(খ) ১.৩২%
(গ) ৩.১৭%
(ঘ) ১.৭৫%
উত্তরঃ ১.৩৭%
০৫. বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
(ক) ৪ জুলাই ২০১৪
(খ) ৫ জুলাই ২০১৪
(গ) ৬ জুলাই ২০১৪
(ঘ) ৭ জুলাই ২০১৪
উত্তরঃ ৭ জুলাই ২০১৪
০৬. ২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতাসূচকে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ১১৪ তম
(খ) ১১৫ তম
(গ) ১১৬ তম
(ঘ)১১৭ তম
উত্তরঃ ১১৫ তম
০৭. জনপ্রশাসনে বর্তমানে সচিব পদ কতটি?
(ক) ৭০
(খ) ৭১
(গ) ৭২
(ঘ) ৭৪
উত্তরঃ ৭২
০৮. পাকিস্তানি হানাদারদের হাতে শহীদ ড. জিমি দেব ছিলেন একজন-
(ক) দার্শনিক
(খ) ডাক্তার
(গ) ক ও খ
(ঘ) শিক্ষাবিদ
উত্তরঃ দার্শনিক
০৯. ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কোথায় গঠিত হয়?
(ক) কার্জন হলে
(খ) ঢাকার রুপমহল সিনেমা হলে
(গ) বাংলা একাডেমী
(ঘ) কাগমারি সম্মেলনে (টাঙ্গাইল)
উত্তরঃ ঢাকার রুপমহল সিনেমা হলে
১০. পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলায় দাবি জানান কে?
(ক) ধীরেন্দ্রনাথ দত্ত
(খ) ড. কাজী মোতাহার হোসেন
(গ) অধ্যাপক আবুল কাশেম
(ঘ) আবুল মনসুর আহমেদ
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত