সাধারণ জ্ঞান (2014-12-18)

০১. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়
(ক) যুক্তরাষ্ট্রের সানফ্রন্সিসকোতে    (খ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে (গ) সুইজারল্যান্ডের জেনেভায়        (ঘ) ফ্রান্সের প্যারিসে
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রের সানফ্রন্সিসকোতে
০২. ইকুয়েডরের রাজধানীর নাম-
(ক) এম্বাবেন       (খ) কিগালি        (গ) কিটো           (ঘ) লিসবন
সঠিক উত্তরঃ কিটো
০৩. সর্বশেষ এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়-
(ক) ভারত         (খ) পাকিস্তান      (গ) বাংলাদেশ     (ঘ) শ্রীলংকা
সঠিক উত্তরঃ বাংলাদেশ
০৪. ‘ডেভিস কাপ’ কথাটি কোন খেলার সাথে সম্পৃক্ত ?
(ক) ফুটবল         (খ) ক্রিকেট        (গ) গলফ           (ঘ) লনটেনিস
  সঠিক উত্তরঃ লনটেনিস
০৫. মিশরের কোন প্রেসিডেন্ট ক্যাম্পডেভিট চুক্তিতে স্বাক্ষর দান করেন ?
(ক) আনোয়ার সাদাত       (খ) জামাল আব্দুল নাসের  (গ) নাগীবমাহফুজ           (ঘ) হোসনি মোবারক
সঠিক উত্তরঃ আনোয়ার সাদাত
০৬. ANZUS কোন ধরনের সংস্থা ?
(ক) অর্থনৈতিক সহযোগিতা সংস্থা   (খ) সামরিক সংস্থা           (গ) রাজনৈতিক ও অর্থনৈতিক        (ঘ) অর্থনৈতিক ও সামরিক
সঠিক উত্তরঃ সামরিক সংস্থা
০৭. সুইজারল্যান্ডের পুরাতন নাম কি ?
(ক) হল্যান্ড         (খ) নিয়াসাল্যান্ড (গ) হেলভেশিয়া   (ঘ) মালভিনাস
   সঠিক উত্তরঃ হেলভেশিয়া
০৮. স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা কত ?
(ক) ১৮০ ফুট     (খ) ২৩০ ফুট      (গ) ২৫০ ফুট      (ঘ) ১৫০ ফুট
সঠিক উত্তরঃ ১৫০ ফুট
০৯. ১৯৬৯-এর আগে মোট কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হতো ?
(ক) ৫টি (খ) ৬টি (গ) টি    (ঘ) ৮টি
সঠিক উত্তরঃ ৮টি
১০. নিচের কোন রাষ্ট্রটি সার্বভৌমত্বহীন ?
(ক) সিয়েরালিওন            (খ) পানামা         (গ) আফগানিস্তান           (ঘ) ফিলিস্তিন
সঠিক উত্তরঃ ফিলিস্তিন
১১. ষ্টিফেন হকিং একজন-
(ক) পদার্থবিদ     (খ) রসায়নবিদ   (গ) কবি            (ঘ) দার্শনিক
সঠিক উত্তরঃ পদার্থবিদ
১২. হিটলারের দলের নাম কি ?
(ক) নাৎসি দল    (খ) জার্মান জাতীয়তাবাদী দল        (গ) জার্মান ফ্যাসিবাদী দল (ঘ) সমাজবাদী দল
সঠিক উত্তরঃ নাৎসি দল
১৩. পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
(ক) নরওয়ের ক্যাসিনো    (খ) সুইজারল্যান্ডের জেনেভা          (গ) নেপালের কাঠমুন্ডু      (ঘ) রাশিয়ার ভারখয়ানস্ক
সঠিক উত্তরঃ রাশিয়ার ভারখয়ানস্ক
১৪. পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত মানুষ কোন মহাদেশে ?
(ক) এশিয়া         (খ) আফ্রিকা       (গ) ইউরোপ       (ঘ) আমেরিকা
সঠিক উত্তরঃ আফ্রিকা
১৫. IAEA – এর পূর্ণরূপ কি ?
            (ক) International Association for Environmental Aid
(খ) International Atomic Energy Agendcy
(গ) International Acedemy for Environmental Research
(ঘ) International Association for Economic Aid
  সঠিক উত্তরঃ International Atomic Energy Agendcy
১৬. আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করে ?
(ক) আফগানিস্তান            (খ) অস্ট্রেলিয়া     (গ) পাকিস্তান      (ঘ) উজবেকিস্তান
সঠিক উত্তরঃ পাকিস্তান
১৭. NATO – এর প্রতিষ্ঠার সাল কত ?
(ক) ১৯৫০         (খ) ১৯৪৯          (গ) ১৯৬৯         (ঘ) ১৯৬১
সঠিক উত্তরঃ ১৯৪৯
১৮. EU – এর সদর দপ্তর কোথায় ?
(ক) ব্রাসেলস       (খ) ওয়েলস        (গ) হামবুর্গ         (ঘ) জেনেভা
সঠিক উত্তরঃ ব্রাসেলস
১৯. ‘গ্লোবাল ফিন্যান্স’ কোন দেশভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন ?
(ক) যুক্তরাষ্ট্র       (খ) যুক্তরাজ্য      (গ) ফ্রান্স            (ঘ) জাপান
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র     
২০. জাতিসংঘ ঘোষিত সাক্ষরতা দশক-
(ক) ২০০৪-২০১৩ সাল                (খ) ২০০৫-২০১৪ সাল                  (গ) ২০০২-২০১১ সাল                                           (ঘ) ২০০০-২০০৯ সাল
সঠিক উত্তরঃ ২০০২-২০১১ সাল