সাধারণ জ্ঞান (২০১৪-১২-১৫)

০১। কোনটিকে পর্যটকের রোগ বলা হয়?
ক. টাইফয়েড      খ. ম্যালেরিয়া
গ. এইড্স       ঘ. অ্যামিবিক আমাশয়
সঠিক উত্তর : খ. ম্যালেরিয়া
০২। কে গুটিবসন্তের টিকা আবিষ্কার করেন?
ক. বরার্ট হুক       খ. এডওয়ার্ড
গ. পাস্তুর         ঘ. সেবিন
সঠিক উত্তর : গ. পাস্তুর
০৩। নীচের কোনটি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ?
ক. রাতকানা      খ. স্কার্ভি
গ. মুখে ঘা       ঘ. রক্তে জমাট না বাধা
সঠিক উত্তর : খ. স্কার্ভি
০৪। মিশরের সভ্যতা কত হাজার বছরের পুরানো?
ক. ৫      খ. ৭
গ. ৮     ঘ. ৬
সঠিক উত্তর : ক. ৫
০৫। কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (১৯০১ সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহ্বান জানান?
ক. মাওলানা আকরাম খাঁ       খ. সৈয়দ নওয়াব আলী চৌধুরী
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ         ঘ. এ এস এম নূরুল ভুঁইয়া
সঠিক উত্তর : ক. মাওলানা আকরাম খাঁ
০৬। ড. মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয়?
ক. ১৯৭৬ সালে
খ. চট্রগ্রামের জোবরা গ্রামে
গ. ৬০ জন সদস্য নিয়ে
ঘ. প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে
সঠিক উত্তর : . প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে
০৭।বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লন্ডনের ষ্টকমার্কেটে প্রবেশাধিকার রয়েছে?
ক. সুয়ার               খ. অপসোনিন
গ. বেক্সিমকো         ঘ. একমি
সঠিক উত্তর : গ. বেক্সিমকো
০৮। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
ক. চীনের পার্লামেন্টের নাম কংগ্রেস
খ. পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
গ. ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়
সঠিক উত্তর : ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়
০৯। বিদেশে প্রথম ব্রাকের কার্যক্রম চালু হয় কোন দেশে?
ক. ইথিওপিয়াতে           খ. সুদানে
গ. নেপালে                  ঘ. আফগানিস্থানে
সঠিক উত্তর : ঘ. আফগানিস্থানে
১০। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
ক. জিয়া সার কারখানা
খ. যমুনা সার কারখানা
গ. চট্রগ্রাম ইউরিয়া কারখানা
ঘ. ঘোড়াশাল সার কারখানা
সঠিক উত্তর : খ. যমুনা সার কারখানা