প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত ‘স্কার্ড’ ক্ষেপণাস্ত্রটি-
উত্তর : ইরাকের।
প্রশ্ন : আরব দেশগুলো পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে-
উত্তর : ১৯৭৩ সালে।
প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধের স্থায়িত্ব ছিল-
উত্তর : ৮৬ দিন।
প্রশ্ন : ইরাক কুয়েতকে তার ১৯তম-
উত্তর : প্রদেশ হিসেবে ঘোষণা করেছিল।
প্রশ্ন : ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন-
উত্তর : ২০০৩ সালে (তিকরিতের আদ-দাউদ নামক ছোট্ট শহরের খামার বাড়িতে)।
প্রশ্ন : ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমর্থন করে-
উত্তর : জার্মানিকে।
প্রশ্ন : ইরাক-ইরান যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম-
উত্তর : UNIMOG.
প্রশ্ন : ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়-
উত্তর : ১৯৭৯ সালে।