সাধারণ জ্ঞান (২০১৪-১২-০৩)

০১. দক্ষিণ এশিয়ার কোন দেশের মাথাপিছু আয় সবচেয় বেশি?
উত্তরঃ মালদ্বীপ
০২. কোন বছর আমেরিকা আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৪৯২
০৩. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ তুরস্ক
০৪. বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার করা হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে
০৫. গণচীনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মাও সেতুং
০৬. ‘ওয়েস্ট ইন্ডিজ’ কী?
উত্তরঃ একটি দ্বীপ সমষ্টীর নাম
০৭. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
উত্তরঃ লুইসিয়ানা
০৮. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারডেন্ট কেলেঙ্কারির সাথে জড়িত?
উত্তরঃ রিচার্ড নিক্সন
০৯. উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তরঃ ব্রিটেন
১০. এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ অস্ট্রিয়া