সাধারণ জ্ঞান-বাংলাদেশ (২০১৪-১১-৩০)

০১. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪৭১৯ কি. মি.
০২. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
০৩. গঙ্গা-ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ ৩৩
০৪. ভবদহ বিল অবস্থিত?
উত্তরঃ যশোর
০৫. সিলেটের প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ জালালাবাদ
০৬. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ লহ্মণ সেন
০৭. শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তরঃ ইয়াঙ্গুন
০৮. ওলন্দাজরা কোন দেশের নাগরিক ?
উত্তরঃ হল্যান্ড
০৯. বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কোন সালে?
উত্তরঃ ১৮৬০
১০. ছয় দফা দাবি প্রথম কোথায় শুরু করা হয়?
উত্তরঃ লাহোরে