হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক (২০১৪-১১-৩০)

০১. দক্ষিণ এশিয়ার কোন দেশে শিক্ষার হার সর্বোচ্চ ?
উত্তরঃ মালদ্বীপ
০২. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
উত্তরঃ ইতালি
০৩. কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত ?
উত্তরঃ তুরস্ক
০৪. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ উলানবাটোর
০৫. বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?
উত্তরঃ ক্রোয়েশিয়া
০৬. ‘আরব বসন্ত’ বলতে কী বোঝায়?
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
০৭. যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
উত্তরঃ অ্যালস্কা
০৮. ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে?
উত্তরঃ ১৯৭২
০৯. ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ রবাট ওয়ালপোল
১০. এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ অস্ট্রিয়া