০১. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
উত্তরঃ ২০০০
০২. দশম আসেম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৬-১৭ অক্টোবর ২০১৪
০৩. দশম আসেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ মিলান, ইতালি
০৪. ২৬তম অ্যাপেল শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১০-১১ নভেম্বর ২০১৪
০৫. ২৬তম অ্যাফেল শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বেইজিং, চীন
০৬. পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসনের সংখ্যা ছিল-
উত্তরঃ ৩১০ টি
০৭. “আমার কিছু কথা” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
০৮. “চরম পত্র ও জল্লাদের দরবার” কিসের সাথে যুক্ত?
উত্তরঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান
০৯. ‘দুর্জয়’ মুক্তিযুদ্ধভিত্তিক এই ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তরঃ মৃনাল হক
১০. অ্যালন গিনসবার্গ মুক্তিযুদ্ধের ওপর কবিতা লিখেছিলেন ’সেপ্টেম্বর অন যশোর রোড’ তাঁর দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাজ্য