সাধারণ জ্ঞান-বাংলাদেশ (২০১৪-১১-১৮)

০১. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
০২. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
উত্তরঃ ১৭৬৫ সালে।
০৩. আফগানিস্তানের প্রধান ভাষা কি?
উত্তরঃ পশতু।
০৪. A Long walk to Freedom বইটির লেখক কে?
উত্তরঃ নেলসন ম্যান্ডলা
০৫. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
উত্তরঃ ইবনে বতুতা।
০৬. ই.সি.এ (ECA) এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ আদ্দিস আবাবা।
০৭. শিক্ষা বিভাগের ট্রেনিং-এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ নায়েম।
০৮. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ হেগে।
০৯. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
১০. এ বছরে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
উত্তরঃ বাংলাদেশের।