সাধারণ জ্ঞান -বাংলাদেশ (২০১৪-১১-০৬)

প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
Ans: ২০°৩৮´- ২৬°৩৮´
প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন –
Ans: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
Ans: ৫৬,৫০১ বর্গমাইল
প্রশ্নঃ বাংলাদেশের উত্তরে অবস্থিত ?
Ans: পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত ?
Ans: ৫১৩৮ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
Ans: ৪৭১৯ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?

Ans: ২৯২৮ মাইল
প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

Ans: ৭১৫ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

Ans: ৪৪৫ মাইল
প্রশ্নঃ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল ?

Ans: ১২
প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?

Ans: ২০০ নটিক্যাল মাইল
প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ?

Ans: ২টি
প্রশ্নঃ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি ?

Ans: ভারত ও মায়ানমার
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত ?

Ans: ৩৭১৫ কিলোমিটার
প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য –

Ans: ২৮০ কিলোমিটার
প্রশ্নঃ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?

Ans: মিয়ানমার
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ?

Ans: ৫টি
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?

Ans: ৩০
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই ?

Ans: বান্দরবান
প্রশ্নঃ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় ?

Ans: রংপুর
প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?

Ans: মনিপুর
প্রশ্নঃ ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?

Ans: মনিপুর
প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত ?

Ans: মেঘালয়
প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত ?

Ans: দক্ষিণপূর্ব
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?

Ans: রাঙ্গামাটি
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে ?

Ans: রাঙ্গামাটি
প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা –

Ans: বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে