কম্পিউটার -সাধারণ জ্ঞান (2014-10-16)

প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ হাওয়ার্ড আইকেন (যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ পৃথিবীর প্রথম এবং একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
প্রশ্নঃ ল্যাপটপ কি ?
উত্তরঃ একধরণের ছোট কম্পিউটার (ওজন মাত্র 170 গ্রাম)
প্রশ্নঃ প্রোগ্রাম কি ?
উত্তরঃ কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কাজের নির্দেশাবলি।
প্রশ্নঃ কম্পিউটার পদ্ধতিতে প্রধান দু’টি অঙ্গ কি ?
উত্তরঃ হার্ডওয়ার ও সফটওয়্যার।
প্রশ্নঃ বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে ?
উত্তরঃ লেডি এ্যাডা আগাস্টা।
প্রশ্নঃ সফটওয়্যার কি ?
উত্তরঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহ।
প্রশ্নঃ মাইক্রোসফটের মালিক কে ?
উত্তরঃ বিল গেটস।
প্রশ্নঃ মাইক্রো প্রসেসর কি ?
উত্তরঃ একটি ছোট যন্ত্র যা অন্যান্য যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করে।
প্রশ্নঃ বাংলাদেশের ব্যবহৃত প্রথম কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ আইবিএম-১৬২০।
প্রশ্নঃ বাংলাদেশে কোথায় সর্বপ্রথম কম্পিউটার ব্যবহার করা হয় ?
উত্তরঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কেন্দ্রে (1964 সালে)
প্রশ্নঃ WWW এর প্রবর্তক কে ?
উত্তরঃ টিম বার্নারস লি।
প্রশ্নঃ কে সর্বপ্রথম কম্পিউটারের ‘মাউস’ তৈরী করেন ?
উত্তরঃ উইলিয়াম ইংলিশ।
প্রশ্নঃ প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ UNIVAC
প্রশ্নঃ আইবিএম কোম্পানি কোন দেশের ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস কি ?
উত্তরঃ এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের মূল্যবান ফাইল ও উপাত্ত নষ্ট করে ফেলে।