Exim Bank এর ট্রেইনি অফিসার পদে লিখিত পরীক্ষার দিন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা আগামী ২৬, আগস্ট ২০১৬ শুক্রবার অনুষ্ঠিত হবে। মেনেজম্যান্ট ট্রেইনি অফিসার এবং ট্রেইনি অফিসার(ক্যাশ) এর লিখিত পরীক্ষার কোন প্রকার নোটিশ জানানো হয়নি। তবে বলা হয়েছে দ্রুতই ঠিক করা হবে কবে হবে।
বিস্তারিত আরও জানান জন্য [email protected] ই-মেইলে মেইল করে কিংবা 16246, +88 09604016246 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সূত্র: Exim Bank