0 of 100 questions completed
Questions:
পরীক্ষার নাম : মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা
সেশন : ১৯৯০-১৯৯১ ( ২য় বার)
পরীক্ষার ধরন : পূর্ববর্তী প্রশ্ন
সময় : ১ ঘন্টা
পূর্ণমান : ১০০
মোট প্রশ্ন : ১০০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
৫০০ নিউটন বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ ৫০ মিটার হইলে কৃত কাজের পরিমাণ কত ?
পুরু নীল কাচে সাদাবস্তু এবং হলুদ বস্তু যথাক্রমে-
একটি তড়িৎকোষে বিদ্যুৎ চালক বল ১.৪ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ ০.২ ওহম। ইহার প্রান্তদ্বয় ২.৬ ওহম রোধের একটি তার দ্বারা যুক্তি করিলে প্রান্তীয় বিভবীয় পার্থক্য কত হইবে ?
এম,কে, এস পদ্ধতি ৪ সেঃ উষ্ণতা বিশিষ্ট পানির ঘনত্ব কত ?
কোন কঠিন বস্তুটি গলিয়া তরল হইলে আয়তন হ্রাস পায় ?
সুষম প্রস্থচ্ছেদে বিশিষ্ট ২০ ওহম রোধের একটি তারকে কাটিয়া সমান চার খণ্ডে বিভক্ত করিয়া উহাদিগকে সমান্তরালে সংযুক্ত করিলে তুল্যরোধ কত হইবে ?
রেডিও থেরাপিতে কোন ধরণের রশ্মি ব্যবহৃত হয় ?
ভূ-চুম্বকে উত্তর মেরু ও ভৌগলিক দক্ষিণ মেরুর দূরত্ব কত ?
পরমাণুর ভর সংখ্যা বলিতে কি বুঝায় ?
বৈদ্যুতিক বিভবের এস, আই একক হইল-
Isotopes-
কোনটি ভেক্টর রাশি নয় ?
একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ১০ সে:মি: ইহার চৌম্বক দৈঘ্য কোনটি ?
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি ?
যে সকল পরমাণুর নিউট্রনের সংখ্যা পরস্পর সমান থাকে তাদেরকে বলা হয় –
অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব হয়-
যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলে –
থার্মোমিটারের মার্কারি ব্যবহারের সুবিধা কি ?
উত্তল লেন্সের ফোকাসের বাইরে থেকে একটি বস্তুর লেন্সের দিকে নিয়ে আসা হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে ?
০.৩২ আপেক্ষিক তাপযুক্ত উপাদানের একটি বস্তুর পানিসম ৪.৮ গ্রাম, বস্তুটির ভর কত ?
কোনটি সত্য ?
এক অশ্বক্ষমতা সমান-
বরফ গলনের সুপ্ততাপ-
কোনটি সত্য ?
ওয়েরষ্টেড কোন রাশির একক ?
কোনটি সঠিক সম্পর্ক ?
একটি বস্তু নিচে পড়িতে থাকিলে উহার –
একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব ২.৫ ইহার দ্বারা অপসারিত পানির ওজন ১০ গ্রাম হইলে, পানিতে ইহার ওজন কত ?
একটি বৈদ্যুতিক বাতিতে যদি ০.৪ অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ হয় এবং ইহার বিভব পার্থক্য যদি ২৪০ ভোল্ট হয় তাহলে ইহার রোধ কত হইবে ?
বায়ুম-লের চাপ 106 ডাইন/বর্গ সে.মি. হইলে, পানির কত গভীরতার চাপ বায়ুম-লের চাপের দ্বিগুণ হইবে ?
বরফ ও তামার উপর চাপ প্রয়োগ করিলে উহাদের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হইবে ?
৩০ সে.মি. ফোকাসের দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে ৫০ সে.মি. দূরে ১টি লক্ষ্যবস্তু আছে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে বের কর ?
৬০°কোণ করে অবস্থিত দুটি দর্পণের মাঝে ১টি বস্তু স্থাপন করিলে কয়টি প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত –
কোনটিতে গবলেট কোষ পাওয়া যায় ?
মিয়োসিস কোষ বিভাজনে কোনটি সত্য ?
ম্যালেরিয়ার জীবাণু অযৌনচক্র অতিবাহিত হয়-
কক্কাসের আকৃতি হল-
ছোলা কোন পরিবারের ভুক্ত ?
নিউক্লিয়াস থাকে না-
স্নেহজাতীয় পদার্থকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে কোন উৎসেচক ?
কোনটি সত্য? ব্যাঙের হৃৎপিণ্ডে আছে-
শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় আছে ?
আদি কোষ কোথায় পাওয়া যায় ?
সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি ?
ক্রোমজোমের প্রওধান উপাদান হল-
বীজের মৃৎভেদী অঙ্কুরোধগমের সময় বীজপত্র কোথায় অবস্থান করে ?
আনারস কোন জাতীয় ফল ?
কোন প্রাণিটি ত্রি-স্তরী ?
কোনটি সত্য ?
কোনটি এক গোত্রীয় নয় ?
প্রোটোজোয়ারের জন্য কোনটি সত্য ?
প্রাণী দেহে কোনটি দীর্ঘতম কোষ ?
কলামনার কলা বিদ্যমান –
অগ্ন্যাশয় কেবলমাত্র-
মেণ্ডেলের দ্বিতীয় সূত্রে জীন এর স্বাধীন সঞ্চারণ না হলে জিনোটাইপের অনুপাত হবে-
কোনটি উদ্ভিদের জনুঃক্রম ঘটে না ?
ছত্রাকের মাইসেলিয়ামের কোষ প্রাচীর তৈরি হয় –
লাল পাতার পুষ্প মঞ্জুরী কোন প্রকারের ?
ফল ও বীজ ধারণকারী উদ্ভিদকে বলে-
আরশোলার পায়ুর দুই পাশে অবস্থিত সারকি কোন অঙ্গের কাজ করে ?
কোন ফুলটি পানি পরাগী ?
মিয়োসিস এর কোন উপ পর্যায়ে কায়াজমা গঠিত হয় ?
কোনটি শুদ্ধ ?
কোনটি শুদ্ধ ?
ইউনিসেফের সদর দপ্তর কোথায় ?
তরল জৈব যৌগে পানির অস্তিত্ব প্রমাণ করে-
ইউরিয়ার আইসোমার কোনটি ?
Fe3(PO4)2 এ ‘Fe’ এর যোজ্যতা কত ?
কোন যৌগটি হ্যালোফরম বিক্রিয়া প্রদর্শন করে ?
কোনটি সত্য ? ১লিটার 0.1N দ্রবনে Na2CO3 এর পরিমাণ হইল-
কোনটি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে ?
প্লাস্টার অব প্যারিসের সংকেত হলো-
কোন উক্তিটি সঠিক ?
সাদা ভিট্রিয়লের সংকেত –
ক্যালসিয়ামের এসিটেটকে শুষ্ক পাতন করিলে পাওয়া যায়-
হেক্সামিনের রাসায়নিক সংকেত হলো-
কোন যৌগটির সহিত আয়োডিন ও অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করিলে আয়োডোফর্ম উৎপন্ন হয় ?
কোন যৌগটির সাহিত ফসফরাস পেন্টা ক্লোরাইডের বিক্রিয়া করিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গত হয় না ?
পর্যায়ে সারণীর একই গ্রুপের অন্তর্ভূক্ত মৌলের উদাহরণ-
সোডিয়াম কার্বনেট এর তুল্য ওজন-
কোন মাধ্যমে নাইট্রোবেনজিনকে বিজারণ করিলে ফিনাইল হাইড্রোক্সিল্যামিন পাওয়া যায় ?
কোনটি সঠিক?
কোনটি সঠিক নয় ?
কোন জোড়া পদার্থদ্বয়ের বিক্রিয়ার এস্টার গঠিত হয় ?
C3H8O এই আণবিক সংকেত দ্বারা কয়টি সমানুযৌগকে প্রকাশ করা যায় ?
এক লিটার 2N,H2SO4 দ্রবণের শতকরা শক্তি হলো-
কোন উক্তিটি কাষ্টিক সোডার ক্ষেত্রে সত্য ?
কোনটি কাঁসা এর শতকরা সংযুক্তি ?
ক্লোরাল কোনটি ?
পটাসিয়াম ডাইক্রোমেট এ ক্রেমিয়াম এর জারণ সংখ্যা কোনটি ?
SO2বিরঞ্জন ক্রিয়া সম্পন্ন করে-
বেয়ার পরীক্ষা করা হয়-
বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যায়-
গ্লুবার লবণ কোনটি ?
কোনটি কার্বিল অ্যামিন পরীক্ষা ?
ঈস্ট হতে নিঃসৃত এনজাইমের নাম –
নিচের পদার্থগুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে বেশি ?
কোনটি বাফার দ্রবণ নয় ?