0 of 100 questions completed
Questions:
পরীক্ষার নামঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় “ক” ইউনিট ভর্তি পরীক্ষা ২০০৯-২০১০
সেশনঃ ২০০৯-২০১০
পরীক্ষার ধরন: পূর্ববর্তী প্রশ্ন
সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমানঃ ১০০
মোট প্রশ্নঃ ১০০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
টর্কের মাত্রা কোনটি?
একটি কর্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 48%। তাপ গ্রাহকের তাপমাত্রা 10°C হলে উৎসের তাপমাত্রা কত?
তিনটি ধরকের ধারকত্ব যথাক্রমে 3μF , 4 μF এবং 5 μF । এদের সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব কত হবে?
0.02kg ভরের বস্তু 10 cm বিস্তার এবং 2 সেকেন্ড পর্যায়কালের সরলছন্দিত গতি প্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় কর।
কোন একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 500 Hz। তরঙ্গের পর পর দুটি নিঃস্পন্দ বিন্দুর দূরত্ব 0.85 m। তরঙ্গের দৈর্ঘ্যরে নির্ণয় কর।
উদযান বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে?
সান্দ্রতা গুনাংকের মাত্রা কত?
একজন লোক 49ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে?
নিচের কোনটি সত্য নয়?
0°C উষ্ণতায় কোন গ্যাসের চাপ 3 ×105 Pa হলে 60°C উষ্ণতায় এর চাপ কত হবে?
পানি ও কাঁচের প্রতিসরাংক যথাক্রমে 1.3 এবং 1.5 হলে কাঁচে আলোর বেগ কত? পানিতে আলোর বেগ 2.3 × 108 ms-1 ?
নিম্নেরকোনটি সত্য?
3000 k তাপমাত্রা বিশিষ্ট একটি কৃষ্ণবস্তু প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করবে?
একটি ট্রান্সফরমারের মূখ্য কুন্ডলীর পাক সংখ্যা 50 এবং ভোল্টেজ 100V। গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 200 হলে ভোল্টেজ কত?
রেডিয়ামের গড় আয়ু 2341Y। এর ক্ষয় ধ্রুবকের মান বের কর।
অর্ধ পরিবাহী ডায়োড তৈরীতে প্রয়োজনঃ
N.T.P. তে হাইড্রোজেন অণুগুলোর মূল গড় বর্গবেগ নির্ণয় কর। N.T.P. তে হাইড্রোজেন ঘনত্ব 0.088 km-3।
একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ i = 30 sin 628t হলে এর কম্পাঙ্ক কত?
6N বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60° কোণ উৎপন্ন করে 10m দূরে সরে গেল। কাজের পরিমাণ কত?
বায়ুতে শব্দের বেগ দ্বিগুণ হবে যখন তাপমাত্রা হবে-
কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে একই পাঠ দেবে?
একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100 watt এবং 220 volt লেখা আছে। বাতিটির মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে?
সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন 35°C হলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে?
লেজার রশ্মির বৈশিষ্ট্য কি?
অ্যাভোগাড্রোর সংখ্যা কত?
পর্যায় সারণীতে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে-
CuSO4 সাদা পাউডার এর মধ্যে পানি যোগ করলে দ্রবনের কি বর্ণ পাওয়া যায়?
কাপড় কাঁচা সোডা কোনটি?
নিম্নের কোনটি জবফড়ী বিক্রিয়া নয়?
অণুর বন্ধীক্রম কত?
এমোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের দ্রবণকে বলে:
অ্যামাইডের কার্যকারী মূলক কোনটি?
ডিটারজেন্ট এর সংকেত কোনটি?
নিম্নের কোন অণুটি সরলরৈখিক?
H3PO2– তে P এর যোজনী কত?
নিচের কোন মূলকটি বেনজিন চক্রে প্রতিস্থাপন বিক্রিয়ার অর্থোপ্যারা নির্দেশক?
লাফিং গ্যাস হলো:
কোনটি সমসত্ব মিশ্রণ ?
নিম্নের কোন লবণটি শিখা পরীক্ষায় বেগুনী রং দেখাবে?
নিম্নের বিকিয়ার উৎপাদক কি? CH3 – CH = CH2 + HBr → ?
প্রকৃতিক পলিমার হলো-
বয়েলের সূত্র ক্ষেত্রে কোনটি সত্য?
কোনটি বিজারক হিসাবে ক্রিয়া করে?
0.I.M হাইড্রোক্লোরিক এসিডের pH মান কত?
নিম্নোক্ত অরবিটাল সমূহের মধ্যে একটি অসম্ভব ?
ক্যালরী স্কেলে মোলার গ্যাস ধ্রুবক R এর মান কত?
একটি মৌলের যোজ্যতা নির্ভর করে:
কোনটি প্রডিউসার গ্যাস?
বেনজিনে কোন প্রকারের হাইব্রিডাইজেশন বিদ্যমান?
Cosπ + i sinπ = ?
8N and 3N দুইটি বল এক বিন্দুতে 60° কোণে ক্রিয়ারত। উহাদের লব্ধি কত?
│x – 5│ < 4 এর সমাধান কোনটি?
3x + 7y – 2 = 0 সরল রেখার উপর লম্ব এবং (2,-1) বিন্দুগামী সরলরেখার সমীকরণ-
যদি x2 + x + 4 = 0 সমীকরণের মূল α এবং β হয় তবে α-β = ?
x2 – y2 = 0 এর জ্যামিতিক রূপ কি?
x(12-2x)2 এর বৃহত্তম মান হয়-
এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের গুণফল-
সেট A = {a,d,e}, B = {1,3,5} হলে A × B ই সেটের সদস্য কত?
2(cos2θ – sin2θ) = √3 হলে θ এর মান-
কোনটি সঠিক নয়?
যদি S = 6 + 4t-t2 হয়, তবে 2 সে. পর এর ত্বরণ-
tan x এর পর্যায়কাল-
দুটি সংখ্যার যোগফল 24। সংখ্যাদ্বয়ের গরিষ্ট গুণফল কত?
পাইরুভিক এসিডের কার্বন সংখ্যা কত?
মানুষের মেরুদন্ডের ২য় অস্থিটির নাম কি?
প্রোটিন তৈরীর কাঁচামাল হলো-
নিম্নের কোনটি প্রোক্যারিওটিক কোষ?
Leguminosae গোত্রের অমরা বিন্যাস-
কোন পরিফেরা পর্বের সদস্য নয়?
পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটি?
কোনটি এ্যামিনো এসিড নয়?
ইনসুলিন নিঃসরণকারী অঙ্গের নাম-
ভাজক কলা কত প্রকার?
নিম্নের কোন উদ্ভিদটি চলাফেরা করতে পারে?
মানুষের হৃৎপিন্ডের কয়টি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে?
বংশগতি বিদ্যার জনকের নাম-
লাইপেজ কোন জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়?
কোনটি সোলানেসি গোত্রের উদ্ভিদ ?
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Plasmid পাওয়া যায়-
কোনটি নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
কোনটি রেচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নয়?
ধমনীর প্রাচীরের স্তর সংখ্যা কয়টি?
অস্থির আবরণকে কি বলে?
পরিপূরক জীনের ক্ষেত্রে প্রাপ্ত অনুপাতটি-
রক্তের গ্রুপে সার্বজনিন দাতা কোনটি?
ঈস্টের কোষ প্রাচীর কি দিয়ে তৈরী ?
নিম্নেরকোন প্রাণীটিতে হিমোসিল আছে?