0 of 40 questions completed
Questions:
পরীক্ষার নাম : এস.এস.সি.
বিষয় : হিসাব বিজ্ঞান
পরীক্ষার ধরন : মডেল টেস্ট
সময় : ৪০ মিনিট
পূর্ণমান : ৪০
মোট প্রশ্ন : ৪০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
হিসাবরক্ষণের মূল কারণ হলো-
কোনটির কারণে ঋণ খিলাপি হওয়ার সম্ভাবনা কমায় ?
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য-
i. ফলাফল নির্ণয়
ii. আর্থিক অবস্থা নিরূপণ করা
iii. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
মানবসভ্যতার ইতিহাসের মতো হিসাববিজ্ঞানের ইতিহাসও অতি প্রাচীন। প্রাচীনকালে মানুষ ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে উৎপাদিত ফসল ও মজুদের হিসাব রাখত। পরবর্তীতে ব্যবসায় বাণিজ্যের প্রসারের সাথে সাথে হিসাববিজ্ঞান বিকাশ লাভ করে। বর্তমানে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়- বাণিজ্যের অগ্রগতির সাথে সাথে হিসাববিজ্ঞানের কলাকৌশলেরও উন্নতি ঘটছে।
হিসাববিজ্ঞানের কাজ হল-
i. সুষ্ঠুভাবে লেনদেনসমূহ লিপিবদ্ধ করা
ii. লেনদেনসমূহ লিপিবদ্ধ করার কলাকৌশল আলোচনা করা
iii. হিসাবরক্ষক নিয়োগ করা
নিচের কোনটি সঠিক ?
আধুনিক হিসাবিজ্ঞানের মূল ভিত্তি কী ?
একটি চালান বহিতে কার স্বাক্ষর থাকে ?
ক্রয় ব্যবস্থাপককে ৩,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হল-এটি কোন ধরনের লেনদেন ?
মালিকের ছেলেন স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হয় না ?
বাকিতে পণ্য ক্রয় করা হলো
i. বহিঃলেনদেন
ii. অদৃশ্যমান লেনদেন
iii. দৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নগদে মাল ক্রয় ৬,০০০ টাকা, আসবাপত্র ক্রয় ৩,০০০ টাকা, আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হল ১০০ টাকা। পাওনাদারের ১,০০০ টাকা পরিশোধ করা হল।
এখানে আসবাবপত্রের প্রকৃত মূল্য কত ?
পরিপূর্ণ ও বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম-
প্রতিটি লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয়টি পরিবর্তন ঘটায় ?
দায় কখন ডেবিট হয়?
কোনটি খতিয়ানের পূর্বের ধাপ ?
দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি ?
‘ব্যাংক থেকে গৃহীত ঋণ’-কোন জাতীয় লেনদেন ?
মুনাফা জাতীয় ব্যয় দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানকে –
মিসেস লাবনী ২০১১ সালে ভাড়া বাবদ ৫০,০০০ টাকা পেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা পূর্ববর্তী বছরের এবং ২০,০০০ টাকা পরবর্তী বছরে পেল। এক্ষেত্রে তার মুনাফা জাতীয় আয় কত টাকা ।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হলো-
i. নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়
ii. ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
iii. সম্পদ মেরামত বাবদ এককালীন অত্যাধিক ব্যয়
নিচের কোনটি সঠিক ?
প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব ?
প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব ?
আন্তঃফেরত হিসাবের অপর নাম কি?
পাওনাদারকে পরিশোধের ফলে হিসাব সমীকরণে কোন ধরনের প্রভাব পড়ে ?
জাবেদা আসলে কী ?
জার্নাল শব্দের “জার’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
ক্রয় জাবেদা সাধারণত কতটি ঘর বা কলাম থাকে ?
মালিক ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কোন খরচ প্রদান করলে-
নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন-
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. পাইকার
নিচের কোনটি সঠিক ?
খতিয়ান বই তৈরির করার সময় কোনটি উল্লেখ করতেহয় ?
অগ্রিম খরচ কোন ধরনের হিসাব ?
সম্পত্তি জাতীয় হিসাবগুলো সর্বদা কোন জের প্রদান করে ?
নিচের কোনটি সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হবে ?
ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য-।
ব্যবসায়ের মূল চালিকা শক্তি হল-
চেক দ্বারা পরিশোধিত লেনদেনসমূহ দূঘরা নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ করা হয় ?
নিচের কোনটি প্রস্তুত করা অনাবশ্যক ?
কোনো প্রতিষ্ঠানে রেওয়ামিলের ডেবিট দিকে ৫,০০০ টাকা, ক্রেডিট দিকে ৪,৮০০ টাকা আছে। তাহলে অনিশ্চিত হিসাব হবে-
উদ্বৃত্তের প্রকৃতি অনুযায়ী অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত কোথায় প্রদর্শিত হয় ?
ব্যবসায় পরিচালনাসংক্রান্ত স্বল্প পরিমাণের বিবিধ খরচের সমষ্টি হলো-
পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠান মূল পরিচালন আয় কোনটি ?