0 of 40 questions completed
Questions:
পরীক্ষার নামঃ এস.এস.সি. সাধারণ বিজ্ঞান পরীক্ষা মডেল টেস্ট ০২
পরীক্ষার ধরন: মডেল টেস্ট
সময়ঃ ৪০ মিনিট
পূর্ণমানঃ ৪০
মোট প্রশ্নঃ ৪০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
প্রাণিদেহের শুষ্ক ওজনের শতকরা পরিমাণ –
নিচের তথ্য হতে ২ ও ৩ নং প্রশ্ন গুলো উত্তর দাও।
রবিন নিয়মিত ধূমপান করে। সবার নিষেধ সত্ত্বেও সে ধূমপান ছাড়ে না।
রবিনের পানকৃত উপাদানটির বৈজ্ঞানিক নাম কী ?
পানকৃত উপাদানে থাকে-
i. নিকেটিন
ii. বিষাক্ত গ্যাস
iii. মাদক দ্রব্য
নিচের কোনটি সঠিক ?
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরা নদী কোনটি ?
নিচের কোনটি অজৈব দ্রাবক ?
দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে-
কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে পরিবাহিত হয়-হিসেবে ?
ডারউইন কোন দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন ?
বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলির মধ্যে কোনটি প্রথমে চোখে পড়ে ?
স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে-
ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি ?
দীর্ঘদৃষ্টি দূর করা যায় –
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. চোখে ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির নিকট দূরত্বের সমান করে
নিচের কোনটি সঠিক ?
চোখের অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয় ?
বাতাস আটকে রাখতে পারে কোন তন্তু ?
কার্ডিং ও কম্বিং
i. সুতা সংগ্রহের অন্যতম একটি ধাপ
ii. ব্যবহার অনুপযোগী অতিছোট তন্তু বাদ দিতে ব্যবহৃত হয়
iii. সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক ?
পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কি প্রয়োজন ?
সেভিং ফোম তৈরি করা হয় কোনটি থেকে ?
কোনটি দুর্বল এসিড ?
মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয় ?
আলু ও গম কত PH এ সর্বোচ্চ উৎপাদন দেয় ?
কাঁচ, সিরিষ কাগজ তৈরীতে কোনটি ব্যবহৃত হয় ?
সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হতে হয় ?
সাইক্লোনের সাতে টর্নেডোর মূল্য পার্থক্য কোনটি ?
খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়
i. অভিস্রবণ
ii. বাষ্পীভবন
iii. প্রস্বেদন
নিচের কোনটি সঠিক ?
পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে ?
কোনটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী ?
Ascheritia coli মানুষের কোথায় থাকে ?
ডাউন’স সিনড্রাম হয়- তম ক্রোমোজোমের নন- ডিসজাংশনের ফলে।
হেপাটাইটিস-এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি ?
হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি-
ইলেকেট্রোপ্লেটিং এর জন্য তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করতে হবে কোনটি ?
এক মেগাওয়াট সমান কত ওয়াট ?
নিচের কোনটি নিকৃষ্ট ধাতুর উদাহরণ নয় ?
নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট হলো-
কত সালে ফ্যাক্স আবিষ্কার করেন ?
কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে ?
মূত্রথলির সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয় ?
কোন PH মানটি ক্ষারীয় দ্রবণের জন্য প্রযোজ্য ?
নিচের উদ্দীপকটি পড় এবং 39 ও 40 নং প্রশ্নের উত্তর দাও :
নাভিদ সাহেব বেশ কিছুদিন ধরে অসুস্থ। সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলেন, দেহে কোলোস্টেরলের কারণে অন্তঃপ্রাচীর গোত্রে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বর সংকুচিত হয়েছে।
নাভিদ সাহেব কোন রোগে ভুগছে ?
উক্ত রোগটির ক্ষেত্রে প্রযোজ্য –
i. ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায়
ii. ধমনির প্রাচীরে ফাটল সৃষ্টি হতে পারে
iii. প্রাচীর নরম হয়ে যায়
নিচের কোনটি সঠিক ?