0 of 40 questions completed
Questions:
পরীক্ষার নাম : এস.এস.সি. ব্যবসায় উদ্যোগ পরীক্ষা মডেল টেস্ট ০৮
বিষয় : ব্যবসায় উদ্যোগ
পরীক্ষার ধরন : মডেল টেস্ট
সময় : ৪০ মিনিট
পূর্ণমান : ৪০
মোট প্রশ্ন : ৪০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ব্যবসায় উন্নয়ন ঘটায়-
i. গবেষণা ii. সামাজিকতা iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরনের কাজ?
সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কী ভাবে?
যে কোন পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে হবে-
i. মাত্রাতিরিক্ত ঝুঁকি ii. অতি আত্মবিশ্বাস iii. অধিত মুনাফার আশা
নিচের কোনটি সঠিক?
কোনটির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরুপণ করা যায়?
আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
বাংলাদেশে খুব বেশী ঘাটতি নেই কোনটি?
i. মেধা ii. মনন iii. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
উপমহাদেশে কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?
অংশীদারি ব্যবসায়ের কত ধারায় বিলোপসাধনের কথা বলা হয়েছে?
প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের পাওনাদার হল-
i. ঘুমন্ত অংশীদার ii. আপাত দৃষ্টিতে অংশীদার iii. সীমিত অংশীদার
নিচের কোনটি সঠিক?
ফ্রানসাজিং ব্যাবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
কপিরাইট ব্যবসায় উদ্যোক্তাদের কী?
মেধাসম্পদের অন্তর্ভূক্ত রয়েছে-
i. নাম ii. স্বাক্ষর iii. প্রতীক
নিচের কোনটি সঠিক?
উদ্যোক্তার নিয়ন্ত্রণযোগ্য প্রভাবক কোনটি?
i. কারিগরি দিক ii. সাংস্কৃতিক পরিবেশ iii. জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা হয়-
i. দৈনিক ভিত্তিতে ii. সাপ্তাহিক ভিত্তিতে iii. মাসিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
কয়টি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করা যায়?
উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্পে সর্বনিম্ন বিনিয়োগ কত?
সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্পের সর্বনিম্ন বিনিয়োগ কত?
জামদানি কোন ধরনের কুটির শিল্প?
i. পাটজাত শিল্প ii. তাঁত ও বস্ত্র শিল্প iii. হস্ত শিল্প
নিচের কোনটি সঠিক?
কোন নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের সময় বেশী লাগে?
প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি?
নিজেদের মধ্যে আন্তসম্পর্ক সুদূঢ় হওয়ার কারণে কীসের গতি বৃদ্ধি পায়?
কোনটির মাধ্যমে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়?
বিক্রয়িকতার নৈতিক গুণাবলী হল-
i. ধৈর্যশীলতা ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি iii. জেন্ডার সচেতনতা
নিচের কোনটি সঠিক?
বণ্টন প্রণালী কয় ধরনের হয়ে থাকে?
কোনটি সমর্থমূলক সহায়তা?
উদ্দীপনামূলক সহায়তা হলো-
i. কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ii. ভর্তুকি প্রদান iii. পুঁজির সংস্থান
নিচের কোনটি সঠিক?
বিডিবিএল কোন ধরনের বাণির্জিক ব্যাংক?
মানব আচরণের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?
কেস স্টাডিতে উল্লেখ আবুল কাশেমের বৈশিষ্ট্য ছিল-
বুদ্ধিমান, সৎ এবং সাহসী নৈতিকতার অনুসরণকারী সৎ পরামর্শদাতা
নিচের কোনটি সঠিক?
কয়টি পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব রয়েছে?
স্যামসন এইচ চৌধুরী গ্রামের ঔষুধের একটি ছোট দোকান দিলেন কত সালে?
চাকরি ছেড়ে দিয়ে জহুরুল ইসলাম কোন পেশায় মনোনিবেশ করেন?
আবুল কালাম আজাদের সাফল্যের পেছনে আছে-
i. শিক্ষা ও প্রমিক্ষণ ii. কঠোর পরিশ্রম iii. মায়ের দোয়া
নিচের কোনটি সঠিক?
বরিশালের লিবাটি জেন্ট টেইলারের স্বত্ত্বাধিকারী কে ছিলেন?
উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনাব আরিফ বগুড়ায় একটি সাবানের কারখানা স্থাপন করেন। সেখানে ২২৫ জন শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে।
জনাব আরিফের সাবানের কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
সাধারণত এ ধরনের ব্যবসায়ের আকার নির্ধারণ করা হয়-
i. বিনিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা
ii. ব্যবসাটি কোন ধরনের পণ্য উৎপাদন করে তার দ্বারা
iii. নিয়োজিত কর্মচারীর সংখ্যা দ্বারা
নিচের কোনটি সঠিক?