0 of 40 questions completed
Questions:
পরীক্ষার নাম : এস.এস.সি. পরীক্ষা ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট ০৮
বিষয় কোড : ১৫২
পরীক্ষার ধরন : মডেল টেস্ট
সময় : ৪০ মিনিট
পূর্ণমান : ৪০
মোট প্রশ্ন : ৪০
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী ?
নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন ?
ব্যবসায়ের মূল চালিকা শক্তি কোনটি ?
সিকদার সাহেবের প্রতিষ্ঠান অর্থায়ন ভূমিকা রাখতে পারি
i. অর্থের উৎস চিহ্নিতকরণে
ii. সম্পদের উৎস চিহ্নিতকরনে
iii. নগদে প্রবাহ প্রাক্কলনে
নিচের কোনটি সঠিক ?
উৎপাদনের উপকরণ কয়টি ?
ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে অর্থসংস্থান করা হয়-
i. ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে
ii. বাকিতে মালামাল ক্রয় করে
iii. ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক ?
কোনটি মধ্য মেয়াদটি অর্থায়ন হিসেবে পরিগণিত ?
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব হাবিবের বয়স ৫০ বছর এবং তিনি অবসর সময়ের জন্য একটি সঞ্চয়ী হিসাব করতে চাইছেন। তিনি প্রতি বছরের শেষে ৬,০০০ টাকা ১০% সুদে ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিলেন।
জনাব হাবিবের ৬০ বছর বয়সে কত টাকা জমা হবে ?
৬৫ বছর বয়সে কত টাকা জমা হবে ?
ভোক্তা ঋণের বৈশিষ্ট্যগুলো হলো-
i. বড় অঙ্কের অর্থ বর্তমানে গ্রহণ
ii. ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান
iii. শুধুমাত্র বার্ষিক হারে ঋণ পরিশোধ্য
নিচের কোনটি সঠিক ?
ভবিষ্যৎ মূল্য = বর্তমান মূল্য (১+সুদের হার)মেয়াদ সূত্র কোন পদ্ধতির অন্তর্গত ?
প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় কেন ?
ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো-
i. শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা
ii. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ক্রয় করা
iii. জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা
নিচের কোনটি সঠিক ?
বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে কী পাওয়া যাবে ?
বাট্টা হারের প্রয়োজন হয় কেন ?
নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়-
i. চলতি খরচ
ii. ক্রয় অনুমান
iii. স্থায়ী খরচ
নিচের কোনটি সঠিক ?
ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি ?
বাঁধন ট্রেডার্স লি. বর্তমানে ১৫ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে এবং প্রতি শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। এ প্রেক্ষিতে বাঁধন ট্রেডার্সের শেয়ার মূলধন ব্যয় কত ?
বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানকে কী হিসেবে গণ্য হয় ?
একটি পরিবারের আয়ের উৎস হতে পারে কোনটি ?
কীসের ওপর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে ?
কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে ?
অগ্রাধিকার শেয়ার কোন শেয়ারে রূপান্তযোগ্য ?
শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থের স্বরূপ কোনটি ?
কোন শব্দটির আভিধানিক অর্থ কোনো বা বিশেষের স্তুপ, কোষাগার বা লম্বা টেবিল ?
কাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় ?
Banco কী ধরনের শব্দ ?
মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয় ?
স্বশ্বাসিত ব্যাংকের মালিক কে ?
যুগের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংকের ব্যবসায়ের-
i. আকার ii. গঠন iii.উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দিন ?
রবির কাছে ৫,০০০ টাকার একটি বিল আছে যা তিন মাস পরে মেয়াদপূূর্তি হবে। কিন্তু তার আগেই টাকার প্রয়োজন হলে রবি ব্যাংকে গেল বিলটি ভাঙাতে। ব্যাংক তাকে ৪,৮০০ টাকা দিল।
রবির ব্যাংক থেকে কম মূল্য পাওয়াকে কি বলে ?
উপরি-উক্ত ঘটনায় ব্যাংকের মুনাফা কত ?
লেনদেনের পরিমাণ বেশি হলে গ্রাহক কোন হিসাব খোলে ?
সঞ্চয়ী হিসাবে দৈনিক কতবার টাকা জমাদান সম্ভব ?
রিমান একটি ইলেকট্রকি যন্ত্রের সামনে গিয়ে এর মাধ্যমে ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়াই কীসের মাধ্যমে অর্থ উত্তোলন করলেন ?
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
তানভীর সাহেব ওয়েস্ট ব্যাংক থেকে মিথ্যা হিসাব বিবরণীর বিপরীতে ১০ কোটি টাকা ঋণ নেয়। পরবর্তীতে ব্যাংক এ প্রতারণার কথা জানতে পেরে তার সাথে সম্পর্কের অবসান ঘটায়।
ওয়েস্ট ব্যাংক ঋণদানে মাধ্যমে কী হিসেবে কাজ করেছে?
কোন শর্তের আলোকে ওয়েস্ট ব্যাংক তানভীর সাহেবের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে ?
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন ?
বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
কেন্দ্রীয় ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংকসমূহের মুরব্বি ও অভিভাবক বলা হয়, কারণ-
i. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে
ii. বিভিন্ন মূল্যমানের নোট ও মুদ্রার প্রচলন করে
iii. এটি প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংককে ঋণ ও পরামর্শ দান করে
নিচের কোনটি সঠিক ?