ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার দুপুরে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪৭ শতাংশ পাস করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
পরীক্ষার ফলে দেখা যায়, ‘চ’ ইউনিটে অকৃতকার্যে হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। আর কৃতকার্যর হার ২ দশমিক ৪৭ শতাংশ।
১৩৫ আসনের বিপরীতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪২১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮ হাজার ২১৩ জনই অকৃতকার্য হন। আর কৃতকার্যের সংখ্যা মাত্র ২০৮ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
তাছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA ROLL NO টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।