সম্প্রতি ৫০টি আপডেটেড সাধারণ জ্ঞান

০১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে ?
উত্তর: ৮২টি
০২. বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
উত্তর: বি আর ২৮
০৩. বর্তমানে BEPZA’র অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে ?
উত্তর: ৩৬টি
০৪. বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে ?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
০৫. বাংলাদেশ কোন দেশে সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে ?
উত্তর: তুরস্ক
০৬. শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব ভবন কোথায় ?
উত্তর: আগারগাঁও
০৭. মজু চৌধুরীরহাট নদীবন্দর ঘোষণা হয় কবে ?
উত্তর: ১২ জানুয়ারি ২০১৭
০৮. মজু চৌধুরীরহাট নদীবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: লক্ষ্মীপুর সদর
০৯. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
উত্তর: ২৯টি
১০. বাংলাদেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর, ১৯৬০
১১. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: রাজারবাগ, ঢাকা
১২. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তর: ফরিদপুর
১৩. ৯ জানুয়ারী ২০১৭ নিকার-এর ১১তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
উত্তর: লালমাই, কুমিল্লা
১৪. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত ?
উত্তর: ৪৯১টি
১৫. দেশের ৪৯১তম উপজেলার নাম কি ?
উত্তর: লালমাই (কুমিল্লা)
১৬. বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত ?
উত্তর: ৩২৭টি
১৭. দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
উত্তর: দোহজারি (চট্টগ্রাম)
১৮. চাঁদের বুকে অবতরণকারী র্সবশেষ নভোচারীর নাম কি ?
উত্তর: ইউজিন সারনেন
১৯. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে?
উত্তর: ডোনাল্ট ট্রাম্প
২০. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর: মাইক পেন্স
২১. যুক্তরাষ্ট্রের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: বেক্স টিলারসন
২২. WTO’র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১-১৪ ডিসেম্বর ২০১৭
২৩. মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি ?
উত্তর: মেসেনটরি
২৪. তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: ভারত
২৫. পশম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৬. কোকো উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: আইভরি কোস্ট
২৭. চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
২৮. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৯. সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্রের
৩০. সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: চীন
৩১. ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: যুক্তরাষ্ট্র
৩২. টেস্টে যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি কত ?
উত্তর: ৩৫০ রানের
৩৩. টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস কার ?
উত্তর: সাকিব-আল-হাসান
৩৪. টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান কত ?
উত্তর: ২১৭ রান
৩৫. বর্ষসেরা ফুটবলার কে ?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনাল্দো
৩৬. বর্ষসেরা নারী ফুটবলার কে ?
উত্তর: কার্লা লয়েড
৩৭. স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দটি বিভাগ গঠিত হয় কবে ?
উত্তর: ১৯ জানুয়ারি, ২০১৭। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ
৩৮. জননিরাপত্তা বিভাগ এর ইংরেজি নাম কি ?
উত্তর: Publicc Security Division
৩৯. স্র্বর্ণদীপ কোথায় অবস্থিত?
উত্তর: হাতিয়া, নোয়াখালী।
৪০. স্বর্ণদ্বীপের অপর নাম কি ছিল ?
উত্তর: জাহাইজ্জার চর।
৪১. দেশের ১১তম শিক্ষা বোর্ড কোনটি ?
উত্তর: ময়মনসিংহ
৪২. দেশের উঠ পাখির ছানা জন্ম নেয় কবে ?
উত্তর: ১৬ জানুয়ারী, ২০১৭। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
৪৩. বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি ?
উত্তর: বেইপানজিয়াং, চীন।
৪৪. Android-এর উদ্ভাবক কে ?
উত্তর: অ্যান্ডি রুবিন (যুক্তরাষ্ট্র)
৪৫. শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: সোমালিয়া (স্কোর ৯০)
৪৬. কম দৃর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: ডেনমার্ক ও নিউজিল্যান্ড (স্কোর ৯০)
৪৭. কয়লা উৎপাদনে শীর্ষ দেশ?
উত্তর: চীন
৪৮. স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: চীন
৪৯. প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ও ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: যুক্তরাষ্ট্র
৫০. ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন হয় কবে ?
উত্তর: ৩১ ডিসেম্বর, ২০১৭।